বাংলা নিউজ > ঘরে বাইরে > ভোটে ভরাডুবির পর কি পদ ছাড়ছেন গান্ধীরা? জল্পনা ওড়াল কংগ্রেস

ভোটে ভরাডুবির পর কি পদ ছাড়ছেন গান্ধীরা? জল্পনা ওড়াল কংগ্রেস

ভরাডুবির পর কংগ্রেসের পদ থেকে সরতে পারে গান্ধী পরিবার (ছবি হিন্দুস্তান)

গান্ধী পরিবারের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলেছেন রাহুল গান্ধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। 

রবিবার অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সভায় পদত্যাগ করতে পারে গান্ধী পরিবার। হিন্দুস্তানের খবর অনুযায়ী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিতে পারেন। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে লজ্জাজনক হারের প্রেক্ষিতে এই পদক্ষেপ। যদিও এই খবর সত্যি নয় বলে দাবি করেছেন রাহুল গান্ধী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।

রবিবার দিল্লিতে দলের সদর দফতরে কংগ্রেসের বৈঠকে বড় কিছু ঘটতে চলেছে দাবি করা হয় এনডিটিভির প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, এই বৈঠকে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, তাঁর ছেলে রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী পাঁচটি রাজ্যে দলের লজ্জাজনক পরাজয়ের দায় নিজেদের ঘাড়ে নিয়ে পদত্যাগ করতে পারেন। যদি এমনটা হয়, তাহলে তা প্রথমবার হবে না। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এর আগে ২০১৪ সালেও কংগ্রেসের খারাপ পারফরম্যান্সের পরে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির দ্বারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।

উল্লেখ্য, গতকালই প্রকাশিত হয় উত্তরপ্রদেশ-পঞ্জাবসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। এই পাঁচ রাজ্যের মধ্যে পঞ্জাবে ছিল কংগ্রেসেরই সরকার। তবে সেই রাজ্য এবার হাতছাড়া হয়েছে। পাশাপাশি গোয়া, উত্তরাখণ্ডে জয়ের সম্ভাবনা দেখা দিলেও বিজেপির থেকে বহু পিছনে থেকেই এই রাজ্যগুলিতে হেরেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে তো মাত্র দুটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় শতাব্দী প্রাচীন দলকে। উত্তর-পূর্বের মণিপুরেও বিজেপিকে কোনও চ্যালেঞ্জই ছুঁড়ে দিতে পারেনি হাত শিবির। এই নিয়ে গত দুই বছরে টানা ৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় অধরা কংগ্রেসের (তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে জোট গড়ে জুনিয়র পার্টনার হয়ে ক্ষমতায় কংগ্রেস)। এই মুহূর্তে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শুধুমাত্র দুটি রাজ্যে ক্ষমতায় আছে কংগ্রেস – রাজস্থান এবং ছত্তিশগড়। এদিকে গত প্রায় দুই বছর ধরে দলের কোনও পদে না থেকেও কার্যত দল চালাচ্ছেন রাহুল গান্ধী। গোয়ায় জোট গঠন হোক কি পঞ্জাবে মুখ্যমন্ত্রী বাছাই। শেষ সিদ্ধান্ত নিচ্ছেন রাগা। এবং তাঁর সেই সিদ্ধান্ত দলের পক্ষে লাভদায়ক হচ্ছে না একেবারেই। এই আবহে গান্ধী পরিবার কংগ্রেসের শীর্ষ পদ থেকে সরতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বন্ধ করুন