বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani weath erosion- হিন্ডেনবার্গ রিপোর্টে জেরে একদিনে ১৭০৮৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছিল গৌতম আদানির

Adani weath erosion- হিন্ডেনবার্গ রিপোর্টে জেরে একদিনে ১৭০৮৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছিল গৌতম আদানির

গৌতম আদানি (REUTERS)

২০২৩ সালের জানুয়ারির শেষের দিকে হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেল কোম্পানির মাধ্যমে শেয়ারের মূল্যে ম্যানিপুলেশন, কর্পোরেট অব্যবস্থাপনার মতো একাধিকঅভিযোগ তুলেছিল। ২৭ জানুয়ারি একদিনে ক্ষতি হয়েছিল ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার। 

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর জানুয়ারিতে কার্যত ধস নামে আদানি গ্রুপের শেয়ারগুলিতে। রেকর্ড ক্ষতির সম্মুখীন হয় ভারতের এই ধনকুবের। এই বছরের জানুয়ারিতে এই রিপোর্ট প্রকাশের পর গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্য ধাক্কা খায়।  কোম্পানিগুলি পরের কয়েক সপ্তাহে বাজারে রেকর্ড পতন প্রত্যক্ষ করে। আদানি গ্রুপের চেয়ারম্যান জানান, একদিনের সবচেয়ে বড় ক্ষতির রেকর্ড হয়েছে চলতি বছরের ২৭ জানুয়ারি। প্রায় ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে ওই দিন।

২০২৩ সালের জানুয়ারির শেষের দিকে হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেল কোম্পানির মাধ্যমে শেয়ারের মূল্যে ম্যানিপুলেশন, কর্পোরেট অব্যবস্থাপনার মতো বিভিন্ন অভিযোগ তুলেছিল। যদিও এমন ধরনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। কিন্তু সেই সময় এই গোষ্ঠীর সমস্ত শেয়ারের দরে উল্কা গতিতে পতন শুরু হয়। এর জেরে বাজারের মূল সূচকগুলিও কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে আদানি গোষ্ঠী বাজারের মূলধনের কয়েক বিলিয়ন ডলার হারায়। 

মার্চের শেষের দিকে বিনিয়োগকারী রাজীব জৈনের জিকিউজি পার্টনার আদানি গ্রুপের চারটি সংস্থা আদানি পোর্ট, আদানি গ্রিন এনার্জি, আদানি ট্রান্সমিশন এবং আদানি এন্টারপ্রাইসের প্রায় ১৫,০০০ কোটি টাকার স্টেক কেনেন। মে মাসে এই আন্তর্জাতিক বিনিয়োগ ফার্মটি গৌতম আদানির গোষ্ঠীতে নিজেদের অংশীদারিত্ব বৃদ্ধি করেছে। জুন মাসে তিনটি আদানি কোম্পানিতে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই সংস্থা। আদানি গোষ্ঠীর স্টকগুলিতে যে হারে পতন হয়েছিল, তেমন গতিতে পুনরুদ্ধার দেখা যায়নি। আদানি টোটাল গ্যসের শেয়ারগুলি জুনের ত্রৈমাসিকে ২৫ শতাংশ হারিয়েছে। অন্যদিকে, আদানি ট্রান্সমিশনের স্টকও গত ত্রৈমাসিকে প্রায় ২৩ শতাংশ পতনের সম্মুখীন হয়েছে। আপাতত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিশ্বের তাবড় তাবড় বিলিয়নেয়ারদের তুলনায় অনেকটায় পিছিনে আছেন আদানি। 

প্রসঙ্গত, নতুন করে কাজ শুরু হচ্ছে আদানির বিভিন্ন প্রজেক্টগুলিতেই। হলদিয়া বন্দরে ৪০০ কোটি বিনিয়োগ করতে চলেছে আদানি। বুধবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। ১ জুলাই থেকে জায়গা হস্তান্তরের কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর, অগস্ট থেকে শুরু হবে কাজও। দু’বছরের মধ্যেই হলদিয়া বন্দরের দুই নম্বর বার্থে আমদানি ও রপ্তানি শুরু করা যাবে বলে জানিয়েছেন আদানি গ্রুপের বিজনেস হেড প্রশান্ত কুমার পাত্র। বিপুল ক্ষতির পরে কীভাবে ঘুরে দাঁড়ান আদানি, সেটাই এখন দেখার।  

পরবর্তী খবর

Latest News

অসুস্থ, গলায়-বুকে ব্য়াথা, বিছানায় শুয়ে অঙ্কুশ, হঠাৎ কী হয়েছে অভিনেতার? ভিডিয়ো: ছুঁড়লেন ব্যাট! সাজঘরে ফিরে মেজাজ হারিয়ে হেলমেট মাটিতে ফেললেন ইমাম উল হক রাত সাড়ে ৩টে নাগাদ নির্যাতিতাকে 'কয়েকজনের সাথে' পাঁচ তলায় দেখেছিলেন এক নার্স! আরজি কর কাণ্ডে নয়া তথ্য CBI-এর হাতে, চিকিৎসক খুন ১৫ লাখের জন্যে? কাশ্মীরে গিয়ে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন-নীলাঞ্জনা, কী জবাব দিলেন গায়িকা? LIVE: নির্যাতিতার বাবা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, জানালেন CJI, নির্দেশ CBI-কে কেমন ছিল বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা? কী বললেন সরফরাজ খান? মমতার অস্বস্তি বাড়িয়ে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর 'জ্যোতি বসুর পর পরিপক্ক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়',মত জীতুর, নেটপাড়া বলছে. বাংলাদেশকে ২০০ একর জমি 'ফেরাতে' পারে ভারত, দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.