বাংলা নিউজ > ঘরে বাইরে > শুধু রাসায়নিক নয় বিকল্প সার ব্যবহারে উৎসাহ দিতে বড় অনুদান কেন্দ্রীয় সরকারের

শুধু রাসায়নিক নয় বিকল্প সার ব্যবহারে উৎসাহ দিতে বড় অনুদান কেন্দ্রীয় সরকারের

ফাইল ছবি: পিটিআই (PTI)

এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষকদের জন্য মোট ৩.৭০ লক্ষ কোটি টাকা বরাদ্দের অনুমোদন করেছেন; এই প্যাকেজের বিভিন্ন অংশ রয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী কৃষি পন্থার প্রচার করা হবে এবং কৃষকদের অর্থনৈতিক উন্নতির দিকে দৃষ্টি দেওয়া হবে।'

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের জন্য মোট ৩.৭০ লক্ষ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাব্য এমনটাই জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষকদের জন্য মোট ৩.৭০ লক্ষ কোটি টাকা বরাদ্দের অনুমোদন করেছেন; এই প্যাকেজের বিভিন্ন অংশ রয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী কৃষি পন্থার প্রচার করা হবে এবং কৃষকদের অর্থনৈতিক উন্নতির দিকে দৃষ্টি দেওয়া হবে।' আরও পড়ুন: ‌‌একশো দিনের কাজের টাকা পাচ্ছি না কেন?‌ এবার জনতার বিক্ষোভের মুখে ভারতী ঘোষ

এদিন ইউরিয়া ভর্তুকি প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মাধ্যমে সস্তা দরে কৃষকদের জন্য ইউরিয়ার প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে। এর অধীনে মোট ৩,৬৮,৬৭৬.৭ কোটি টাকা রয়েছে। সরকার মোট তিন বছরের জন্য (২০২২-২৩ থেকে ২০২৪-২৫) ইউরিয়া ভর্তুকি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্ত অত্যন্ত তাত্পর্যপূর্ণ, কারণ বর্তমানে দেশের অভ্যন্তরে ইউিয়ার উত্পাদন বৃদ্ধি করার দিকেও নজর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।

এর পাশাপাশি, স্কিমের অন্য দিক হিসাবে কৃষিজমি রিস্টোরেশন, সচেতনতা বৃদ্ধির জন্য PM প্রোগ্রামের অনুমোদনের বিষয়ে আলোচনা করেন। 'প্রাকৃতিক/জৈব চাষ, বিকল্প সার, ন্যানো সার এবং জৈব-সারের মতো উদ্ভাবনী পন্থার প্রচারের মাধ্যমে আমাদের মাতৃভূমির উর্বরতা পুনরুদ্ধার করা যেতে পারে। এক আগে প্রধানমন্ত্রী কর্মসূচীর মাধ্যমে বিকল্প সার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহারকে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মাদার-আর্থের উন্নতি (PMPRANAM) প্রকল্পের ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় বাজেটে,' জানালেন তিনি।

তিনি আরও বলেন, এই প্যাকেজের আরও একটি দিক হল, দেশে এই প্রথমবার সালফার কোটেড ইউরিয়া (ইউরিয়া গোল্ড) চালু করা হচ্ছে। এটি বর্তমানে ব্যবহৃত নিম কোটেড ইউরিয়ার চেয়ে বেশি সাশ্রয়ী এবং কার্যকর।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র (PMKSKs) দুর্দান্ত সাফল্য লাভ করেছে। এর মধ্যেই দেশে এই কেন্দ্রের সংখ্যা এক লক্ষ ছুঁয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। আরও পড়ুন: TCS on overseas spending: ক্রেডিট কার্ড দিয়ে বিদেশে খরচ? লাগবে না TCS, বাড়ল উচ্চহারে কর ধার্যের সময়সীমা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন