বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani Group: দাম বেশি দেখিয়ে কয়লা এনেছিল আদানি? তদন্তের ফাইল ফের খুলতে পারে সরকার: Report

Adani Group: দাম বেশি দেখিয়ে কয়লা এনেছিল আদানি? তদন্তের ফাইল ফের খুলতে পারে সরকার: Report

গৌতম আদানি। REUTERS/Rupak De Chowdhuri/File Photo (REUTERS)

তদন্তকারী সংস্থা মনে করছেন, ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আমদানি করা হয়েছিল সেগুলি সিঙ্গাপুরের ইউনিটে বেশি দামে দেখানো হয়েছিল। এরপর সেই বেশি দাম দেখানো কয়লা আবার ভারতে নিয়ে এসেছিল আদানি গ্রুপ।

এবার বড় ধাক্কার মুখে পড়তে পারে আদানি গ্রুপ। এবার ভারতীয় তদন্তকারীরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে যাতে আদানির বিরুদ্ধে তদন্তকে ফের শুরু করা যায়। কয়লা আমদানির ক্ষেত্রে অতিরিক্ত মূল্য দেখানো হয়েছে এই ধরনের একটি অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। সেটা নিয়েই এবার তদন্ত হতে পারে। তদন্তকারীরা সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমতি চাইতে পারে যাতে সিঙ্গাপুরে গিয়ে প্রয়োজনীয় তথ্য় তারা সংগ্রহ করতে পারে। খবর মিন্টের প্রতিবেদন অনুসারে।

সেই ২০১৬ সাল থেকে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স আদানির সঙ্গে সিঙ্গাপুরের ঠিক কী ধরনের লেনদেন হয়েছিল সেই সংক্রান্ত তথ্য় জানার চেষ্টা করছে। তদন্তকারী সংস্থা মনে করছেন, ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আমদানি করা হয়েছিল সেগুলি সিঙ্গাপুরের ইউনিটে বেশি দামে দেখানো হয়েছিল। এরপর সেই বেশি দাম দেখানো কয়লা আবার ভারতে নিয়ে এসেছিল আদানি গ্রুপ। কিন্তু আসলে ওই কয়লার অত দাম নয়। তা বেশি করে দেখানো হয়েছিল।

তবে আদানি গ্রুপ অবশ্য এই অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি ভারতীয় কর্তৃপক্ষ বন্দর থেকে কয়লা ছাড়ার আগে সব কাগজপত্র দেখে নিয়েছিল। কোথাও কোনও গলদ ছিল না।

এদিকে সিঙ্গাপুর থেকে সেই সংক্রান্ত তথ্য় আনার ক্ষেত্রে নানা আইনি জটিলতা রয়েছে। রয়টার্সে সেই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল, রাজস্ব গোয়েন্দা দফতর সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করে, নিম্ন আদালতের একটা রায় রয়েছে। সেকারণে সিঙ্গাপুর থেকে তথ্য় আনা যাচ্ছে না। সেই নির্দেশটা বাতিল করার জন্য় আবেদন করা হয়।

এদিকে আদানির গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, এজেন্সি নিয়ম মানছে না। এদিকে রয়টার্সের কাছে একটি বিবৃতিতে আদানি গ্রুপ জানায় তারা চার বছর আগের নথি দিয়েও তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করছেন। সেখানে কোনও আপত্তির ব্যাপার নেই। তবে ভারতের রাজস্ব গোয়েন্দা বিভাগ রয়টার্সের প্রশ্নের সরাসরি কোনও জবাব দেয়নি বলে খবর।

 

পরবর্তী খবর

Latest News

অবশেষে অনশনে হাজির আরজি কর হাসপাতালের ডাক্তাররা, ধর্মতলায় দু’‌জন কারা? সোমবারের মোদী-মুইজ্জু বৈঠক নিয়ে আশাবাদী জয়শংকর, তবে কি বরফ গলার ইঙ্গিত? Puja Skin Care: পিঠে ব্রণ বলে ব্যাকলেস এড়িয়ে চলছেন ? এই টোটকাতেই দূর হবে সমস্যা জাতীয় দলে ফিরেই চমকে দেওয়া বোলিং, ‘লিস্টে না থাকা’ বরুণকে কী এবার ধরে রাখবে KKR? ‘‌উপরে থাকবেন কুল, ভিতরে বোল্ড’‌, এবার কলকাতা পুলিশকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী চুমু বিতর্ক অতীত! ভাত-কাপড়ের অনুষ্ঠানে রূপসাকে চোখে হারালেন সায়নদীপ, রইল ছবি জল-বায়ো টয়লেটও আটকে দিচ্ছে, জুনিয়র ডাক্তারদের অনশন রুখতে ঘুরপথে সরকার! নবরাত্রির পুজোয় ঘর সাজাচ্ছেন! মেনে চলুন বাস্তুর এই নিয়ম ৫০ হাজার 'সোনার দানা' দিয়ে তৈরি হল দুর্গা প্রতিমা! বাংলাদেশের এই পুজোয় বড় চমক কৃষ্ণনগর রাজবাড়িতে দুর্গা পুজো শুরু হয় মায়ের এক স্বপ্নাদেশেই, কী বলেছিলেন দেবী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.