বাংলা নিউজ > ঘরে বাইরে > OSD: দুই কেন্দ্রীয় মন্ত্রীর অধীনস্ত অফিসারকে বরখাস্ত করা হল, কেন?

OSD: দুই কেন্দ্রীয় মন্ত্রীর অধীনস্ত অফিসারকে বরখাস্ত করা হল, কেন?

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি(PTI Photo) (PTI)

দেবাংশী শাহ স্মৃতি ইরানির অফিসে যোগ দিয়েছিলেন ২০১৯ সালে। তিনি এতদিন পর্যন্ত মন্ত্রকের অধীনে তিনি কাজ করতেন। ২০২১ সাল থেকে তিনি তিন বছরের জন্য কর্মরত ছিলেন। তবে এবার চাকরি গিয়েছে তাঁরও।

দুই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও স্মৃতি ইরানির দফতরে কর্মরত দুই অফিসার অন স্পেশাল ডিউটিকে চাকরি থেকে বরখাস্ত করল মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি। এদিকে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্য়ান্ড ট্রেনিংয়ের নির্দেশ অনুসারে গোয়েলের ওএসডি অনুজ গুপ্তের কার্যকালের মেয়াদকে বাতিল করে দেওয়া হয়েছে। গত ৭ মার্চ থেকে এই নির্দেশ কার্যকরী হয়েছে। সেই সঙ্গেই স্মৃতি ইরানির দফতরের ওএসডি দেবাংশী শাহের কার্যকালের মেয়াদকেও বাতিল করে দেওয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি ২০২৩ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

নির্দেশে উল্লেখ করা হয়েছে, ক্যাবিনেটের অ্যাপয়েন্টসমেন্ট কমিটি শ্রী অনুজ গুপ্তার মেয়াদকালকে বাতিল করার প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তিনি পীযূষ গোয়েলের মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে কর্মরত ছিলেন। ২০২১ সাল থেকে তিনি ওই পদে কর্মরত ছিলেন। সর্বোচ্চ তিনি ৫ বছরের জন্য তিনি ওই পদে চাকরি করতে পারতেন। অথবা পরবর্তী নির্দেশ পর্যন্ত তিনি ওই চাকরিতে বহাল থাকবেন বলে আগের নির্দেশে বলা হয়েছিল। তবে এবার সাম্প্রতিক নির্দেশ চাকরির মেয়াদ বাতিল হয়ে গেল তাঁরও।

এদিকে সূত্রের খবর, ২০২১ সালে গুপ্তার মেয়াদকালকে বর্ধিত করা হয়েছিল।তাকে মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে নিয়োগ করা হয়েছিল। সেব্যাপারে তৎকালীন সময়ে নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু ঠিক কী কারণে তাদের এভাবে কাজ থেকে টার্মিনেট করা হল তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।

এদিকে দেবাংশী শাহ স্মৃতি ইরানির অফিসে যোগ দিয়েছিলেন ২০১৯ সালে। তিনি এতদিন পর্যন্ত মন্ত্রকের অধীনে তিনি কাজ করতেন। ২০২১ সাল থেকে তিনি তিন বছরের জন্য কর্মরত ছিলেন। তবে এবার চাকরি থেকে বরখাস্ত করা হল তাঁকেও। 

 

বন্ধ করুন