হাইওয়ের টোল প্লাজা থেকেই সাধারণত টোল সংগ্রহ করা হয়। তবে এবার আরও উন্নত প্রযুক্তিকে কাজে লাগাতে চলেছে সরকার। এবার জিপিএস ভিত্তিক টোল সংগ্রহের বিশেষ পদ্ধতিকে কাজে লাগানো হবে বলে খবর। বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি একথা জানিয়েছেন। আগামী বছরের মার্চ মাস থেকে এই বিশেষ ব্যবস্থা আসতে পারে বলে খবর।
মূলত যাতে ট্রাফিক জ্যাম কম হয় সেকারণেই এই বিশেষ ব্যবস্থা করা হবে। অন্যদিকে বাইকচালকরা ঠিক কতটা পথ হাইওয়ের উপর দিয়ে গিয়েছেন তার উপর নির্ভর করে টোল ট্যাঙ্ক নির্ভর করতে পারে।
মন্ত্রী জানিয়েছেন, দেশের টোল প্লাজার জায়গায় এবার সরকার নতুন প্রযুক্তি আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে জিপিএস ভিত্তিক টোল প্লাজাও থাকছে। তিনি জানিয়েছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্য়ে এই প্রযুক্তিকে কার্যকরী করার ব্যবস্থা করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এবার দুটি জায়গায় এটা পাইলট প্রকল্প হিসাবে চালু করা হবে। এক্ষেত্রে গাড়ি থামানোর দরকার পড়বে না। অটোমেটিক নাম্বার প্লেট রিডার ক্য়ামেরা থাকবে। সেই ক্যামেরার মাধ্য়মে আপনা থেকেই নাম্বার প্লেট পড়তে পারবে এই ক্য়ামেরা। তার মাধ্যমেই টোল সংগ্রহ করা যাবে।
তবে বর্তমানে ফাসট্যাগ পরিষেবা চালু হয়েছে। সেকারণে টোল দেওয়ার জন্য অপেক্ষার সময় অনেকটাই কমে গিয়েছে। মাত্র ৪৭ সেকেন্ডেই এটা করা সম্ভব। তবে তার আগে টোল প্লাজায় টোল দেওয়ার জন্য অন্তত ৮-৯ মিনিট অপেক্ষা করতে হত। বছরের পর বছর ধরে এই ব্যবস্থা ছিল। তবে ২০২১-২২ সাল থেকে পরিস্থিতির বদল ঘটতে থাকে।
তবে এবার সেই টোল ব্যবস্থাতেও আসছে যুগান্তকারী পরিবর্তন। তার মাধ্যমে আর টোল প্লাজারই প্রয়োজন ফুরোবে। অটোমেটিক নাম্বার প্লেট রিডার ক্য়ামেরার মাধ্যমেই সংশ্লিষ্ট গাড়ির জন্য টোল নির্ধারিত হয়ে যাবে। আগামী মার্চ মাস থেকে ধাপে ধাপে এই প্রযুক্তি লাগু করা হবে বলে খবর। এটা কার্যত যুগান্তকারী পরিবর্তন হবে দেশের টোল ব্যবস্থায়।