সেনার পোশাক পরে রাশিয়ার কনসার্ট হলে ঢুকে নির্বিচারে গুলি চালাল আততায়ীরা। ইতিমধ্যে সেই ঘটনাকে ন্যক্কারজনক জঙ্গি হামলা বলে দাবি করেছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। রাশিয়ার একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মস্কোর শহরতলির সেই কনসার্ট হলে যে আততায়ীরা হামলা চালিয়েছে, তারা বিস্ফোরকও ছুড়েছে। তার ফলে কনসার্ট হলে আগুন ধরে গিয়েছে। গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। সেইসঙ্গে দুটি বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে বলে একাধিক রিপোর্ট উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। সেই ঘটনায় অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা এজেন্সি ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের তরফে জানানো হয়েছে যে ওই ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তবে নির্দিষ্টভাবে কোনও সংখ্যা জানানো হয়নি।
কনসার্ট হলের ভিতরের দৃশ্য বলে সোশ্যাল মিডিয়ায় যে সব ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেগুলি যদি সত্যি হয়, তাহলে হতাহতের সংখ্যাটা যে প্রচুর হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে মস্কোর কাছেই অবস্থিত ওই কনসার্ট হলের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে বন্দুকবাজরা। মানুষজনের আর্তনাদের মধ্যে অটোমেটিক অস্ত্র থেকে পরপর গুলি চালানোর শব্দ ভেসে আসছে। মানুষকে তাক করে লাগাতার গুলি চালিয়ে যাওয়া হচ্ছে। এমনকী সেই ভিডিয়ো দেখে ২৬/১১ মুম্বই হামলার দৃশ্যও মনে পড়ে যেতে পারে।
সূত্র উদ্ধৃত করে রাশিয়ার সরকার নিয়ন্ত্রণাধীন সংবাদসংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়েছে যে অজ্ঞাতপরিচয় আততায়ীদের কাছে অ্যাসল্ট রাইফেল ছিল। রকব্যান্ড পিকনিকের কনসার্ট শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে লবিতে নির্বিচারে গুলি চালাতে থাকে আততায়ীরা। সেইসঙ্গে কনসার্ট হলের ভিতরে ঢুকেও গুলি চালাতে থাকে। প্রাথমিকভাবে অটোমেটিক অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। আপাতত উদ্ধারকাজ চালানো হচ্ছে। রাশিয়ার একাধিক সংবাদসংস্থার রিপোর্ট অনুয়ায়ী, ইতিমধ্যে কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। তবে কনসার্ট হলের ছাদে এখনও উদ্ধারকাজ শুরু করা যায়নি। যে কনসার্ট হলের ধারণক্ষমতা ৬,০০০-র কাছাকাছি।
আরও পড়ুন: ২৬/১১ হামলার জঙ্গি কাসভের ঠিকানা ভারতকে দেন নওয়াজ শরিফ! ইমরানের সামনেই বললেন পাকিস্তানের মন্ত্রী
রাশিয়ার প্রতিক্রিয়া
আপাতত সেই ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। টেলিগ্রামে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মাসরিয়া জাখারোভা বলেছেন যে 'এই জঘন্য অপরাধের নিন্দা করা উচিত পুরো বিশ্বের।' ইতিমধ্যে সেই 'ন্যক্কারজনক জঙ্গি হামলা'-র তীব্র নিন্দা করেছে রাশিয়া। তারইমধ্যে ‘জঙ্গি হামলার’ নিন্দা করেছে আমেরিকা।
তবে সেই হামলার ঘটনায় ইউক্রেনের হাত আছে বলে প্রাথমিকভাবে কোনও প্রমাণ মেলেনি বলে দাবি করেছে ওয়াশিংটন। জাতীয় সুরক্ষা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, 'এই মুহূর্তে এমন কোনও ইঙ্গিত নেই যে গুলিকাণ্ডে ইউক্রেন বা ইউক্রেনের মানুষরা যুক্ত আছেন।'