বাংলা নিউজ > ঘরে বাইরে > 'হিন্দুদের বাঁচাতে গান্ধীকেও ছাড়িনি', বেআইনি মন্দির ভাঙা নিয়ে BJP-কে হুঁশিয়ারি হিন্দু মহাসভার

'হিন্দুদের বাঁচাতে গান্ধীকেও ছাড়িনি', বেআইনি মন্দির ভাঙা নিয়ে BJP-কে হুঁশিয়ারি হিন্দু মহাসভার

মাইসোরে যে মন্দিরটি ভাঙে প্রশাসন, ছবি সৌজন্যে টুইটার

হিন্দু মহাসভা নেতা বলেন, ‘সরকারের নির্দেশে চিত্রদুর্গ, দক্ষিণ কন্নড় এবং মাইসোরে মন্দিরগুলি ভেঙে ফেলা হয়েছে। কে চালাচ্ছে সরকার?’

সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে দক্ষিণ কর্ণাটকের মাইসোরে বেআইনি ভাবে তৈরি হওয়া এক মন্দির ভাঙে স্থানীয় প্রশাসন। তাছাড়া চিত্রদুর্গেও একই ঘটনা ঘটে। সেই ঘটনায় এবার বিজেপি সরকারকে তোপ দাগল হিন্দু মহাসভা। মেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক নেতা ধর্মেন্দ্র তোপ দাগেন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। ধর্মেন্দ্র বলেন, 'আমরা যখন মহাত্মা গান্ধীকে রেহাই দিলাম না এবং হিন্দুদের রক্ষার জন্য তাঁকে হত্যা করলাম, আপনি কি মনে করেন আমরা আপনাকে ছাড় দেব?'

হিন্দু মহাসভা নেতা বলেন, 'সরকারের নির্দেশে চিত্রদুর্গ, দক্ষিণ কন্নড় এবং মাইসোরে মন্দিরগুলি ভেঙে ফেলা হয়েছে। কে চালাচ্ছে সরকার? কংগ্রেস শাসনামলে যদি এটা হত, আপনি কি মনে করেন পরিস্থিতি একই রকম হত? যতদিন হিন্দু মহাসভা থাকবে ততদিন আমরা আপনাকে হিন্দু মন্দির ভাঙার অনুমতি দেব না।'

এর আগে ১২ অগস্ট কর্ণাটক হাই কোর্ট এক রায়তে জানায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বরের পর বেআইনি ভাবে যেসকল ধর্মীয় স্থান গড়ে উঠেছে, তা বর্দাস্ত করা হবে না এবং সেগুলিকে ভাঙতে হবে। এর প্রেক্ষিতেই পদক্ষেপ নেয় প্রশাসন। এই ঘটনায় ক্ষুব্ধ হিন্দু মহাসভায়। তাদের প্রশ্ন, এই অভিযানে কোনও মসজিদ বা চার্চ ভাঙা না হলেও মন্দির ভাঙা হয়েছে। ধর্মেন্দর বলেন, 'যদি আমাদের সংবিধান আমাদের সমতার অধিকারের নিশ্চয়তা দেয়, তাহলে কেন শুধুমাত্র হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে?'

এদিকে কর্ণাটক সরকার এই বিষয়ে বলে যে, মাইসোর জেলা প্রশাসন মন্দির ভাঙার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেনি রাজ্য সরকারকে। এই অভিযান বন্ধ করার আশ্বাস দিয়ে এই পদক্ষেপকে 'ভুল' বলে অভিহিত করেছে বোম্মাই সরকার।

বন্ধ করুন