মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন। তাঁর বিরুদ্ধে অন্তত ৯টা অভিযোগ উঠেছে। যেখানে বলা হচ্ছে তিনি ধারাবাহিকভাবে আমোদ প্রমোদে মত্ত থাকতেন। আর তার যা খরচ তা শুনলে চমকে উঠবেন। সব মিলিয়ে তিনি ৮৭২,০০০ মার্কিন ডলার ব্যয় করেছেন বলে খবর। তার মধ্য়ে দেহ ব্যবসা, অনলাইন পর্নোগ্রাফি, বিলাসবহুল গাড়ি সহ বিভিন্ন বিলাসবহুল ক্লাবের মেম্বার হিসাবেও তিনি অঢেল খরচ করেছেন।
আইনজীবীরা জানিয়েছেন, মাদক, এসকর্ট, বান্ধবী, লাক্সারি হোটেল, বিলাস বহুল গাড়ি, দামী জামাকাপড়ের জন্য তিনি অঢেল খরচ করেছেন। ২০১৬-২০১৯ সালের মধ্য়ে এই খরচ তিনি করেছেন বলে দাবি করা হচ্ছে।
সেই সঙ্গেই বলা হচ্ছে তিনি সব মিলিয়ে ১.৪মিলিয়ন মার্কিন ডলার কর ফাঁকি দিয়েছেন। যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে তাঁর ১৭ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে বাইডেনের আইনজীবী আবে লাওয়েল অবশ্য জানিয়েছেন, তাঁর মক্কেল কর সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একটা বোঝাপড়ায় এসেছেন। তবে আইনজীবী জানিয়েছেন, যদি তাঁর মক্কেলের পদবিটা আলাদা হত তবে আইনগত এত ঝামেলাই হত না।
এদিকে বাইডেনের পুত্রের অঢেল খরচের যে নমুনা সামনে আসছে তাতে বিস্ফোরক নানা তথ্য আসছে। সেখানে দেখা যাচ্ছে বহু মহিলার জন্য তিনি খরচ করেছেন। হংকং ও চিনে তাঁর কোম্পানি রয়েছে বলে খবর। সেখান থেকে প্রাপ্ত অর্থ তিনি উড়িয়ে দিতেন বলে মনে করা হচ্ছে। সেক্স ক্লাবের সদস্যপদও নিয়েছিলেন তিনি। সেই সদস্যপদ নিতেই তাঁর খরচ হয়েছে ১০,০০০ মার্কিন ডলার। বলা হচ্ছে এই বিপুল অর্থ মাদক, এসকর্ট, বান্ধবী, লাক্সারি হোটেল, জামাকাপড়, গাড়ির জন্য তিনি দেদার খরচ করেছেন।