রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মিটিংয়ে পাকিস্তানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে তুলোধোনা করল ভারত। মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত ও বিষাক্ত বলে উল্লেখ করেছে ভারত। খবর পিটিআই সূত্রে। জম্মু কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শিশুদের সম্পর্কে ও সশস্ত্র দ্বন্দ্ব নিয়ে কথা হচ্ছিল। সেখানেই পাকিস্তানকে নিশানা করে ভারতের তরফে জানানো হয়, যারা ধর্মান্ধতায় ডুবে রয়েছে তারা বহুত্ববাদ সমাজের আর কী বুঝবে?
রাষ্ট্রসংঘে ভারতের তরফে স্থায়ী প্রতিনিধি আশিস শর্মা একেবারে কড়া জবাব দিয়েছেন। আসলে রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধি মুনীর আক্রম কাশ্মীরের প্রসঙ্গ তুলেছিলেন।
তারপরই আশিস শর্মা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য় প্রণোদিত ও বিকৃত মন্তব্য করছেন একজন প্রতিনিধি আমার দেশের সম্পর্কে। আমি তাদের এই বিষাক্ত মন্তব্য নিয়ে কথা বাড়িয়ে তাদের বাড়তি গুরুত্ব দিতে চাই না। আসলে যারা ধর্মান্ধতায় ডুবে রয়েছে তাদের পক্ষে বহুত্ববাদ সম্পর্কে ধারণা করা কঠিন।
তিনি বলেন, আসলে পাকিস্তানে শিশুদের বিরুদ্ধে যে চরম আইন বিরুদ্ধ কাজ হয় যেটা সেক্রেটারি জেনারেলের রিপোর্টে উল্লেখ করা ছিল, সেটা থেকে মনোযোগ ঘোরানোর জন্য এটা একটা অপচেষ্টা।
তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীর, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে থাকবে। পাকিস্তান কী মনে করল, কী ধারণা করল তাতে কিছু যায় আসে না। সেই সঙ্গেই তিনি উদ্বেগ প্রকাশ করেন, বিশ্ব সন্ত্রাসবাদের পটভূমিকায় কীভাবে শিশুদের এই জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে কম বয়সীদের জড়িয়ে ফেলা নিয়ে তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে একেবারে মুখের মতো জবাব দিল ভারত।