বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ভারতের মুসলিমরাও পাকিস্তানের জন্য ভোট দিয়েছিলেন', ‘ম্যাচ’ বাঁচাতে মরিয়া ইমরান

'ভারতের মুসলিমরাও পাকিস্তানের জন্য ভোট দিয়েছিলেন', ‘ম্যাচ’ বাঁচাতে মরিয়া ইমরান

ইসলামাবাদে জনসভায় ইমরান খান। (ছবি সৌজন্যে, ফেসবুক Imran Khan)

এই প্রথম নয়, নিজের কুর্সিতে বাঁচাতে আগেও ভারতের প্রসঙ্গ উত্থাপন করেছেন ইমরান।

নিজের তখত বাঁচাতে এবার ভারতীয় মুসলিমদের প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দাবি করলেন, ভারতের মুসলিমরা পাকিস্তান তৈরির জন্য ভোট দিয়েছিলেন। কারণ তাঁরা ‘রিয়াসত-ই-মদিনা'-র ভিত্তিতে তৈরি দেশ দেখতে চেয়েছিলেন।

এমনিতে অনাস্থা ভোটের মুখে পড়তে চলেছেন ইমরান। যেনতেন প্রকারেণ সেই ‘ডু অর ডাই’ ম্যাচে সামলে নিতে মরিয়া হয়ে উঠেছেন। নিজের ক্ষমতা দেখানোর কোনও কসুর ছাড়ছেন না। এমনই পরিস্থিতি হয়ে উঠেছে যে ইমরানের ভাষণে ভারতের কথা উঠে এসেছে। রবিবার ইসলামাবাদে বিশাল জনসভায় ইমরান বলেন, ‘আজ ২০ কোটি মুসলিম ভারতে আছেন। ভারতে যে মুসলিমরা ছিলেন, তাঁরাও পাকিস্তানকে ভোট দিয়েছিলেন। কারণ সেই আকাঙ্খা ছিল। তাঁরাও যে রিয়াসত-ই-মদিনার ভিত্তিতে (তৈরি দেশ) দেখতে চেয়েছিলেন।’

তবে এই প্রথম নয়, নিজের কুর্সিতে বাঁচাতে আগেও ভারতের প্রসঙ্গ উত্থাপন করেছেন ইমরান। গত সপ্তাহের রবিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মলকনাদ জেলায় ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, 'আমরা একটি স্বাধীন দেশ চাই। আমার দেশের বিদেশ নীতি আমার দেশের লোকেদের কল্যাণের জন্য হবে। আজ আমাদের প্রতিবেশি দেশ ভারতের প্রশংসা করছি। ওদের বিদেশনীতি সবসময় স্বাধীন থেকেছে। আজ ওদের সঙ্গে (আমেরিকা) জোটে আছে। কোয়াডের মধ্যে আমেরিকা জোটসঙ্গী হয়ে আছে। নিজেদের নিরপেক্ষ বলে থাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার থেকে তেল আমদানি করছে। কারণ নিজেদের নাগরিকদের কল্যাণের জন্য তৈরি হয়েছে ভারতের নীতি।'

জোট সরকারকে উৎখাত করতে ‘ষড়যন্ত্র’

রবিবার ইমরান দাবি করবেন, তাঁর জোট সরকারকে উৎখাত করার ‘ষড়যন্ত্র’ করছে বিদেশি শক্তি। ইসলামাবাদের জনসভা থেকে তিনি বলেন, ‘বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকারকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের মানুষকে ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই না জেনে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছেন।'

বন্ধ করুন