বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে মৈত্রী সেতু, ত্রিপুরা সফরে রাষ্ট্রপতি

ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে মৈত্রী সেতু, ত্রিপুরা সফরে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ত্রিপুরার মুখ্য়মন্ত্রী মানিক সাহা(ANI Photo) (Manik Saha Twitter)

ত্রিপুরার শিক্ষাক্ষেত্রের উন্নতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, শিল্প, সঙ্গীতের ক্ষেত্রে গোটা দেশ ও বিদেশ থেকে পড়ুয়ারা এখানে আসছেন। আমার আশা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় শুধু নর্থ ইস্টের জন্য নয়, গোটা দেশের আইন শিক্ষায় বড় ভূমিকা নেবে।

প্রিয়াঙ্কা দেববর্মন

দক্ষিণ ত্রিপুরার ফেনি নদীর উপর ইন্দো- বাংলা মৈত্রী সেতুর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে। জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করতে প্রথম থেকেই ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে মেত্রী সেতুর মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।এমনকী চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দর ব্য়বহার করা এখন আগের তুলনায় অনেক সহজতর হয়েছে। এতে রাজ্যের উদ্যোগপতিদের আরও সুবিধা হচ্ছে। জানিয়েছেন রাষ্ট্রপতি।

বুধবার সকালেই তিনি ত্রিপুরা আসেন। ত্রিপুরা জুডিশিয়াল আকাদেমির উদ্বোধন করেন তিনি। এরপর আগরতলা থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি একাধিক প্রকল্পের সূচনা করেন।

উত্তরপূর্বের একাধিক অঞ্চলের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বের আরও উন্নয়নের সুযোগ রয়েছে। হাইওয়ে, রেলওয়ে, বিমানবন্দর, জলপথের মাধ্যমে এই এলাকার আরও উন্নয়ন হচ্ছে।

ত্রিপুরার শিক্ষাক্ষেত্রের উন্নতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, শিল্প, সঙ্গীতের ক্ষেত্রে গোটা দেশ ও বিদেশ থেকে পড়ুয়ারা এখানে আসছেন। আমার আশা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় শুধু নর্থ ইস্টের জন্য নয়, গোটা দেশের আইন শিক্ষায় বড় ভূমিকা নেবে।

পাশাপাশি সাবেক ত্রিপুরার রাজ পরিবারের ভূমিকার কথাও তিনি স্মরণ করেন। শিক্ষা ও সাংস্কৃতিক জগতে রাজপরিবারের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এদিকে সিপিএম এই অনুষ্ঠান বয়কট করেছিল। কারণ তাদের অভিযোগ বিজেপি ২০১৮ সাল থেকে তাদের উপর হামলা চালাচ্ছে।

এদিকে আগরতলা থেকে গুয়াহাটি কোলকাতা এক্সপ্রেস ট্রেনের সম্প্রসারিত রুট ও মণিপুরের থাংসাং পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেসের তিনি সূচনা করবেন বৃহস্পতিবার।

বন্ধ করুন