করোনাভাইরাস ‘পূর্বাভাস অনুযায়ী’ আচরণ করলে জুলাই মাসে আন্তর্জাতিক উড়ান চালু করা যেতে পারে, জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি।
করোনা সংক্রমণের জেরে লকডাউন ঘোষিত হওয়ায় বিমান পরিষেবা বন্ধ করার পরে গত ২৫ মে থেকে ভারতে ঘরোয়া বিমান চলাচল চালু হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান পরিষেবা।
মঙ্গলবার জিএমআর গ্রুপ আয়োজিত এক ওয়েবিনারে পুরি বলেন, ‘আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়, কবে আন্তর্জাতিক উড়ান চালু করবেন? যদি আমার ওপরেই ছেড়ে দেন, এবং যদি পারিপার্শ্বিক পরিস্থিতি কাজ করে, এবং যদি ভাইরাস সংক্রমণ সম্পর্কে আমরা সঠিক পূর্বাভাস পাই, তা হলে মনে হয় পরের মাসেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে সেই সিদ্ধান্ত ভারতীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক নেবে না।’
এর পর তিনি বলেন, ‘সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দেশের সরকার তাদের ঘরোয়া পরিস্থিতি বিচার করে।’
মন্ত্রী আরও বলেন, ‘কিছু দিন আগেই আমরা দেখেছি, দক্ষিণ ভারতের এক বড় রাজ্য আমরা পরিষেবা চালু করার পরে ফের লকডাউন জারি করে। অন্যান্য দেশেও এমন অবস্থা আমি দেখেছি। চেষ্টা করছি এমন ঘটনা যেন আর না ঘটে।’
কিছু দিন আগে করোনা সংক্রমণের বাড়াবাড়ির কারণে চেন্নাই শহরে আগামী ১৯ জুন থেকে ফের ১২ দিন লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নেয় তামিলনাডু সরকার।
ওয়েবিনারে পুরি বলেন, ‘আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের রাজ্যগুলিকেই। এই বিষয়ে তাঁদের সঙ্গে কথাবার্তা চলেছে।’