একেবারে হাড়হিম করা ঘটনা ইরানে। ৩০ বছর বয়সি এক ব্যক্তি গুলি করে খুন করেছে তার অন্তত ১২জন আত্মীয়কে। তার মধ্যে তার বাবা ও ভাইও রয়েছেন। শনিবারের ঘটনা।
স্বয়ংক্রিয় রাইফেল থেকে পরপর গুলি চালায় সে। কেরমানের দক্ষিণ মধ্য় প্রদেশের এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। তবে ওই ব্যক্তিকে পরে সুরক্ষাবাহিনী গুলি করে নিকেশ করেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে পারিবারিক কোনও অশান্তি থেকে গুলি করা হয়। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি অটোমেটিক রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।
এদিকে ইরানে সাধারণত অনেকের কাছে শিকার করার জন্য় বন্দুক থাকে। কিন্তু এভাবে গুলি করে পরপর খুন করার ঘটনা সচরাচর হয় না। তবে বছর দুয়েক আগে পশ্চিম ইরানে এক ব্যক্তির আচমকাই চাকরি চলে যায়। তিনি সরকারি জায়গায় চাকরি করতেন। এদিকে চাকরি চলে যাওয়ার পরেই তিনি চাপে পড়ে যান। এরপরই তিনি গুলি চালাতে শুরু করেন। সেবার গুলি করে তিনি তিনজনকে খুন করেছিলেন। অন্তত পাঁচজন আহত হয়েছিলেন সেবার। তবে পরে গুলিতে ওই অভিযুক্ত ব্যক্তিরও মৃত্যু হয়েছিল।