বাংলা নিউজ > ঘরে বাইরে > CAA কি মুসলিমদের অধিকার কেড়ে নেবে? সবটা জানিয়ে দিল সরকার

CAA কি মুসলিমদের অধিকার কেড়ে নেবে? সবটা জানিয়ে দিল সরকার

সিএএর প্রতিবাদে বিক্ষোভ। (Photo by Idrees MOHAMMED / AFP) (AFP)

সিএএ নিয়ে উদ্বেগে মুসলিমদের অনেকেই। কিন্তু এনিয়ে বড় আশ্বাস দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

এই সিএএ কি আদৌ মুসলিমদের অধিকার হরণ করবে? এনিয়ে নানা বিভ্রান্তি রয়েছে সাধারণ মানুষের মধ্য়ে। তবে এবার সরকার এনিয়ে গোটা বিষয়টি পরিস্কার করে জানিয়ে দিয়েছে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই সিএএ কোনওভাবেই ভারতীয় মুসলিমদের কোনওরকম অধিকার হরণ করবে না। এটা একেবারে পরিস্কার করে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সিএএ নিয়ে নতুন করে আর টেনশনে পড়ার কোনও কারণ নেই। সরকারের তরফে ঠিক কী বলা হয়েছে? 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, দেশের যে কোনও প্রান্ত থেকে মুসলিমরা ভারতের নাগরিকত্বের জন্য় আবেদন করতে পারেন। সিটিজেনশিপ অ্যাক্টের ৬ নম্বর ধারায় এই আবেদন করা যেতে পারে। সেই সঙ্গেই জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে কেউ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে চাইলে তিনি ইসলাম ধর্মের বলে সেটা বাধা হয়ে দাঁড়াবে না।

বলা হয়েছে সিএএ ন্যাচারাইলেসন আইনকে বাতিল করবে না। সেক্ষেত্রে বিদেশ থেকে আসা কোনও মুসলিম শরনার্থী যিনি ভারতীয় নাগরিক হতে চাইছেন, তিনি যে আইন রয়েছে সেই আইনের ভিত্তিতে আবেদন করতেই পারেন। 

সেই সঙ্গেই বলা হয়েছে সিএএ নিয়ে ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই। হিন্দুদের মতোই তাঁদের অধিকার প্রতিষ্ঠিত রয়েছে ভারতে। কার্যত এই সিএএর মাধ্য়মে কোনওভাবেই যে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না সেটা পরিস্কার করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতর। সেক্ষেত্রে সিএএ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

তবুও বিভিন্ন জায়গায় এনিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এমনকী সিএএর জন্য আবেদন করলে আপনি বেআইনি বলে চিহ্নিত হয়ে যাবেন বলে দাবি করা হয়েছে বিরোধীদের তরফে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য় বিষয়টি মানতে চায়নি। 

এদিকে রানাঘাটের সভা থেকে মুসলিমদের আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘সর্বস্তরের মুসলমানরা নিশ্চিন্তে থাকুন। এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজন কারও কোনও ক্ষতি হবে না’।

তিনি বলেন, ‘আমার প্রিয় কয়েক পুরুষ ধরে পশ্চিমবঙ্গে থাকা মুসলিমরা ২ দিন হয়ে গেছে কেউ ফাঁদে পা দেননি। সিদ্দিকুল্লাহদের টুপি পরবেন না। দায়িত্ব নিচ্ছি, একজনেরও ক্ষতি হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেব’।

তিনি আরও জানিয়েছেন, সিএএ-র অধীনে নাগরিকত্বের আবেদন করতে কোনও কাগজের প্রয়োজন হবে না। শুধুমাত্র নাম আর কোথা থেকে এসেছেন তা উল্লেখ করলেই পাওয়া যাবে নাগরিকত্বের নথি। যারা আবেদন করবেন সবাই নাগরিকত্ব পাবেন বলে আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী।

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

সন্দেশখালিতে রাত পাহারায় মহিলারা, ভিডিয়ো দিয়ে কড়া পোস্ট করলেন অমিত মালব্য গাজায় মৃত্যু রাষ্ট্রসংঘের হয়ে কর্মরত ভারতীয়র, গাড়িতে চালানো হয়েছিল হামলা গুরু শুক্রর বৃষ রাশিতে সংযোগ, ৩ রাশির প্রেম জীবন হবে রোমান্সের রঙে উজ্জ্বল ভালোবাসে আঁকতে, প্রিয় রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি, CBSE দশমে ১০০% পেল কলকাতার ছেলে ‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের বালাই নেই অন্তর্বাসের, শার্টের বোতাম খোলা, মন ফাগুনের সৃজলার এ কী রূপ! Fact check-সত্যিই কি রবীন্দ্রনাথের ছবি উল্টো করে ধরে দাঁড়িয়েছিলেন মোদী? কয়লা পাচারকাণ্ডে নয়া মোড়, মঙ্গল সকালে আদালতে আত্মসমর্পণ লালার স্টিং,ধর্ষণের অভিযোগ তোলা নিয়ে SC-র নজরদারিতে তদন্ত হোক,মামলা সন্দেশখালির মহিলার মক পোলিংয়ের সময় ব্যালট চুরির অভিযোগ, গ্রেফতার বিজেপির এজেন্ট, শ্রীরামপুরে তরজা

Latest IPL News

‘ও ৫০ বছর পর্যন্ত খেলতে পারে’, রোহিতের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন ক্রিকেটারের নাইট রাইডার্সের সঙ্গে টাইটান্সদের ম্যাচ ভেস্তে যেতে কার হল পৌষমাস, কার সর্বনাশ IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.