বাংলা নিউজ > ঘরে বাইরে > Israel-Hamas War: অধিকৃত প্যালেস্তাইনে ইজরায়েলের দাপট! রাষ্ট্রসংঘের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত, বিপক্ষে কারা?

Israel-Hamas War: অধিকৃত প্যালেস্তাইনে ইজরায়েলের দাপট! রাষ্ট্রসংঘের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত, বিপক্ষে কারা?

গাজার দক্ষিণ অংশে আশ্রয় নিচ্ছেন প্যালেস্তানীয়রা।(Photo by MAHMUD HAMS / AFP) (AFP)

১৪৫টি ভোট পক্ষে পড়েছে। সাতটি ভোট বিপক্ষে পড়েছে। আর বৃহস্পতিবার ১৮টি দেশ অনুপস্থিত ছিল। ভারত হল ওই ১৪৫টি দেশের মধ্য়ে অন্য়তম।

প্যালেস্তাইনের ভূভাগে গিয়ে ইজরায়েলের কার্যকলাপের নিন্দা প্রস্তাবে রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে সমর্থন জানাল ভারত। ১৪৫ টি দেশের মধ্য়ে ভারতও হল অন্যতম দেশ যারা এই ইজরায়েলের কার্যকলাপের নিন্দার পক্ষে ভোট দিয়েছে। 

রাষ্ট্র সংঘ তার বিবৃতিতে জানিয়েছে, কানাডা, হাঙ্গেরি, ইজরায়েল, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু ও ইউনাইটেড স্টেটস এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। ওই প্রস্তাবের নাম ইজরায়েলি সেটলমেন্টস ইন দ্য অকুপাইড প্য়ালেস্তিনিয়ান টেরিটোরি ইনক্লুডিং ইস্ট জেরুজালেম অ্যান্ড দ্য অকুপাইড সিরিয়ান গোলান।

দেখা যাচ্ছে ১৪৫টি ভোট পক্ষে পড়েছে। সাতটি ভোট বিপক্ষে পড়েছে। আর বৃহস্পতিবার ১৮টি দেশ অনুপস্থিত ছিল। ভারত হল ওই ১৪৫টি দেশের মধ্য়ে অন্য়তম। ওই দেশগুলির মধ্য়ে অন্য়তম হল বাংলাদেশ, ভুটান, চিন, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, মলদ্বীপ,  রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড সহ অন্যান্য দেশ পক্ষে ভোট দিয়েছে। 

আসলে অধিকৃত প্য়ালেস্তানীয় এলাকায় যেভাবে ইজরায়েল প্রভাব বিস্তার করেছে তার মধ্যে পূর্ব জেরুজালেমও রয়েছে, মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে, সাধারণ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, সেখানকার জমিকে নিজেদের মধ্যে অন্তর্ভূক্ত করছে সেই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। 

সেই সঙ্গেই ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে এভাবে অধিকৃত প্যালেস্তাইনে ইজরায়েলের এভাবে দখল করার ঘটনা বেআইনি। এটা শান্তি, অর্থনৈতিক ও সামাজিক উন্নতির ক্ষেত্রে বিরাট অন্তরায়। সেই সঙ্গে বলা হয়েছে পূর্ব জেরুজালেম ও অধিকৃত সিরিয়ান  গোলান এলাকায় ইজরায়েল যেভাবে সেটেলমেন্ট করেছে সেটা অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। 

এদিকে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল জানিয়েছেন,ভারত যে প্রস্তাবের পক্ষে সায় দিয়েছে এটা জেনে খুব খুশি। প্যালেস্তাইনে ইজরায়েল যে দখল করেছে তা বেআইনি। ইজরায়েলের এই কাজ বন্ধ হওয়া দরকার। 

এদিকে এর আগে গাজাতে একটি বোঝাপড়া করা নিয়ে ভোটাভুটি করা থেকে বিরত ছিল ভারত। কারণ সেই প্রস্তাবে হামাসের বিরুদ্ধে নিন্দা করা হয়নি। তবে এবারের প্রস্তাবের পক্ষে গেল ভারত। 

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.