কংগ্রেস তো আগেই পেয়েছিল আয়কর দফতরের নোটিশ। এবার নোটিশ পেল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এবার তাদের বলা হয়েছে তারা যাতে ১১ কোটি টাকা মিটিয়ে দেয়। মানে বকেয়া ১১ কোটি টাকা মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছে আয়কর দফতর। কারণ বলা হয়েছে তারা বিগত কয়েক বছরে আয়কর রিটার্ন দেওয়ার জন্য যে প্যান নম্বরটা ব্যবহার করেছিল সেটা আসলে পুরনো নম্বর। সূত্রের খবর। এনডিটিভির প্রতিবেদন অনুসারে তেমনটাই জানা গিয়েছে।
এদিকে এই নোটিশ পাওয়ার পরেই দলীয় নেতৃত্বরা আইনজীবীর সঙ্গে কথা বলছেন। এই নোটিশের জবাব কীভাবে দেওয়া যায় তার প্রস্তুতি চলছে। সূত্রের খবর, জরিমানা ও সুদ সহ এই টাকাটা দেওয়ার কথা জানিয়েছে আয়কর দফতর। মূলত পুরনো প্যান কার্ড সংক্রান্ত কিছু অসংগতি ছিল। সেটা নিয়েই এবার চেপে ধরেছে আয়কর দফতর।
সংবাদ সংস্থা পিটিআইকে এক সিপিআই নেতা জানিয়েছেন, আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি। এদিকে কংগ্রেসের পরে এভাবে বাম দলকে আয়কর নোটিশ পাঠানোর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এর আগে কংগ্রেসকে আইটি নোটিশ পাঠানো হয়েছিল। আগের বছরগুলির আয়কর সংক্রান্ত কিছু অসংগতি রয়েছে বলে অভিযোগ। আর সেই নিরিখেই কংগ্রেসের কাছে আয়কর সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। সব মিলিয়ে কংগ্রেসের কাছে ১৮২৩ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।
এদিকে তৃণমূল কংগ্রেস এমপি সাকেত গোখেল দাবি করেছেন যে গত ৭২ ঘণ্টায় তিনি ১১টি আইটি নোটিশ পেয়েছেন।
কংগ্রেসের অভিযোগ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বিরোধীদের পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে কংগ্রেসও ইতিমধ্য়েই সুর চড়াতে শুরু করেছে। কংগ্রেসকে আয়কর বিভাগ থেকে ১,৮২৩.০৮ কোটি টাকা দেওয়ার জন্য নতুন নোটিশ দেওয়ার পরের দিনই দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন দাবি করেছেন যে বিজেপি উল্লেখযোগ্য আয়কর নিয়ম লঙ্ঘন করলেও কংগ্রেস দলকে আয়কর কর্তৃপক্ষ অন্যায়ভাবে টার্গেট করেছে। একেবারে সরাসরি বিজেপিকে নিশানা করে তির ছুঁড়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, বিজেপির কাছ থেকেও ৪৬০০ কোটি টাকা দাবি করুক আয়কর দফতর।
শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মাকেন বলেন, যে প্যারামিটারের ভিত্তিতে তাঁর দলকে নোটিস পাঠানো হয়েছে, সেই একই প্যারামিটার ব্যবহার করে তারা বিজেপির সমস্ত ‘লঙ্ঘন’ বিশ্লেষণ করেছেন।
তিনি অভিযোগ করেন যে ভারতীয় জনতা পার্টি আয়কর আইনের গুরুতর লঙ্ঘন করছে এবং কর কর্তৃপক্ষকে কেন্দ্রের শাসক দলের কাছ থেকে ৪,৬০০ কোটি টাকারও বেশি চাওয়া হোক বলে দাবি করেছেন কংগ্রেসের নেতৃত্ব।
তিনি বলেন, 'বিজেপি আমাদের লঙ্ঘন বিশ্লেষণ করার জন্য যে সূচকগুলি ব্যবহার করেছিল আমরা সেই একই সূচকগুলি ব্যবহার করে তাদের সমস্ত আইন অমান্যের বিষয়গুলি বিশ্লেষণ করেছি। বিজেপির ৪৬০০ কোটি টাকা জরিমানা রয়েছে। আয়কর দফতরের উচিত বিজেপির কাছে এই টাকা দেওয়ার দাবি তোলা।