হাতে পড়ে আছে মাত্র কয়েকদিন। তারইমধ্যে করদাতাদের ২০২০-২১ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন (আইটি রিটার্ন) যাচাই করে নেওয়ার আর্জি জানাল আয়কর দফতর। আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে সেই সময়সীমা।
রবিবার আয়কর দফতরের তরফে টুইটারে বলা হয়েছে, '২০২০-২১ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন (আইটি রিটার্ন) যাচাই করার শেষ সুযোগ ফস্কাবেন না। যদি যাচাই না করা হয়, তাহলে আইটিআর ফাইলের প্রক্রিয়া অসম্পূর্ণ থাকবে। ২০২০-২১ অ্যাসেসমেন্ট ইয়ারের (আইটি রিটার্ন) যাচাইয়ের শেষদিন হল ২৮ ফেব্রুয়ারি।'
এমনিতে ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। গত জানুয়ারিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর। তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল। পরে তা বাড়িয়ে করা হয়েছিল ৩১ ডিসেম্বর। এবার তা আরও বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। কী কারণে সেই সময়সীমা বাড়ানো হয়েছে? করোনাভাইরাস পরিস্থিতি এবং ই-ফাইলিংয়ের ক্ষেত্রে করদাতারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা বিবেচনা করেই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আয়কর আইনের ২৩৪এফ ধারার আওতায় ‘লেট ফাইন’ দিতে হবে। সর্বাধিক ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। নিয়ম অনুযায়ী, আয়কর আইনের ওই ধারার আওতায় চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত জরিমানা দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা যেতে পারে। যদিও কারও বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম হয়, তাহলে তাঁকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে যাঁদের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম, তাঁদের কোনও ‘লেট ফাইন’ দিতে হবে না।