HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারত-চিন সম্পর্ক উন্নতির আটটি মূলমন্ত্র দিলেন জয়শংকর, সতর্ক প্রতিক্রিয়া বেজিংয়ের

ভারত-চিন সম্পর্ক উন্নতির আটটি মূলমন্ত্র দিলেন জয়শংকর, সতর্ক প্রতিক্রিয়া বেজিংয়ের

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র শাও লিজিয়ান বলেন যে চিন জয়শংকরের কথাগুলিকে গুরুত্বের সঙ্গে বিচার করছে

জয়শংকর

ভারত-চিন সম্পর্ক ফের কেমন ভাবে জোড়া লাগতে পারে, সেই নিয়ে আটটি শর্ত বেঁধে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। সেই নিয়ে এবার চিনের প্রতিক্রিয়া এল। সীমান্ত সমস্যার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে যুক্ত করা উচিত নয় বলে চিনের তরফ থেকে বলা হয়েছে। 

জয়শংকর বৃহস্পতিবার বলেন যে পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা ও স্বার্থের বিষয়গুলি কোনও ভাবেই লঘু করা যায় না। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র শাও লিজিয়ান বলেন যে চিন জয়শংকরের কথাগুলিকে গুরুত্বের সঙ্গে বিচার করছে। জয়শংকর যে ভারত-চিন সম্পর্কের গুরুত্বের কথা বলেছেন সেটা চিনও একমত বলে তিনি জানান। তবে সীমান্ত সমস্যার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুলিয়ে ফেলা উচিত নয় বলে তিনি মনে করেন মুখপাত্র বলেন যে তারা আশা করেন যে ভারত ও চিন একই দিকে অগ্রসর হবে বিভেদ যা আছে সেটাকে কমানোর ক্ষেত্রে ও বেলাইন হয়ে যাওয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের নতুন করে শুরু করার ক্ষেত্রে। 

গালওয়ানের ঘটনা যে দুই দেশের সম্পর্কে বড় চিড় ধরিয়েছে, সেই কথা জানিয়ে জয়শংকার বলেন যে মিউচুয়াল পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতার বিষয় সম্বন্ধে সম্যক ওয়াকিবহাল হওয়া ও পারস্পরিক স্বার্থ ঠিক করে দেবে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ। একই সঙ্গে আটটি মূল শর্তের ওপর এই সম্পর্কের ভিত দাঁড়িয়ে আছে বলে তিনি জানান। এগুলি মান্য না করলে ও সীমান্তে পরিস্থিতি না শুধরোলে যে ভারত-চিন সম্পর্ক জোড়া লাগতে পারে না, সেটা স্পষ্ট করে দেন তিনি। 

জয়শংকরের বলা আটটি শর্ত হল-

১.  যে যে চুক্তি আছে সবকিছু মানতে হবে। 

২. বর্তমানে যে এলএসি আছে, সেটাকে সম্মান করতে হবে। কোনও ভাবেই স্ট্যাটাস কো বদলানোর চেষ্টা করা যাবে না, সেটা মানা হবে না। 

৩. সীমান্তে অশান্তি হলে দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব পড়বেই। 

৪.  বহুমেরু বিশ্বের জন্য প্রথমে বহুমেরু এশিয়া যে দরকার, সেটা বুঝতে হবে। 

৫. প্রত্যেক দেশ নিজের স্বার্থ দেখতে চাইবে কিন্তু অন্য দেশের প্রতি সংবেদনশীলতা একতরফা হতে পারে না। 

৬.  উদীয়মান শক্তিদের নিজস্ব আকাঙ্খা থাকবে ও তারা সেই পথে এগোবেই। 

৭. পথে চলতে চলতে কিছু বিভেদ আসবে কিন্তু কীভাবে সেটা সামলানো যায় সেটা দেখতে হবে। 

৮. ভারত ও চিনের মতো দেশদের সবসময় একটু দূরদৃষ্টি দিয়ে পরিস্থিতি বিচার করা দরকার। 

সীমান্ত সমস্যা ছাড়াও শেষ কিছু দিন ধরে বিভিন্ন ইস্যুতে যে ভারত-চিনের সম্পর্কে চিড় ধরেছে, সেই কথা বলেন জয়শংকর। এর মধ্যে রাষ্ট্রপুঞ্জে ভারতকে স্থায়ী সদস্য হতে না দেওয়া থেকে চিনের বাজারে ভারতের মাল না বেচতে দেওয়া, বিভিন্ন ফ্যাক্টরের কথা উল্লেখ করেন তিনি। 

কীভাবে ১৯৬২-র পর ধাপে ধাপে দুই দেশের সম্পর্ক মেরামত হয়েছিল সেই কথাও বলেন তিনি। ধীরে ধীরে চিন হয়ে ওঠে ভারতের অন্যতম বাণিজ্য পার্টনার। সীমান্ত সমস্যাও কিছু বোঝাপড়ার মাধ্যমে নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সম্পর্ক উন্নতির পূর্বশর্ত ছিল যে প্রকৃত সীমান্ত রেখা বরাবর শান্তি বজায় থাকবে। কিন্তু তাও ধাপে ধাপে ক্রমশ চিন সীমান্তে নিজেদের পরিকাঠামো উন্নতি করেছে। ভারতও ২০১৪-র পর চেষ্টা করেছে কিন্তু বেশ কিছুটা পরিকাঠামোগত ফারাক থেকে গিয়েছে ও সেটার ফলে কি হতে পারে, গত বছর তার প্রমাণ মিলেছে বলে জানান জয়শংকর। গত দশ মাস ধরে চিন-ভারত পূর্ব লাদাখে ঘাঁটি গেড়ে আছে। এর মধ্যেই ঘটেছে গালওয়ানে সংঘর্ষ। প্রবল শীতেও দুই দেশের সম্পর্কের মধ্যে জমা বরফ গলবে, তার ইঙ্গিত মিলছে না। 

ঘরে বাইরে খবর

Latest News

৫ কোটির রেঞ্জ রোভার ছেড়ে মেট্রোয় কার্তিক! মাস্কে মুখ ঢেকে মিশলেন ভিড়ের মাঝে ইসলামপুরে একসঙ্গে জন্মেছিল ৫ শিশু, মৃত্যু ৪ জনের, আশঙ্কাজনক পঞ্চম সন্দেশখালিকাণ্ডে ‘চোখে জল এসেছিল’ মোদীর, রেখার প্রশংসা, চুপ থাকলেন ভিডিয়ো নিয়ে ‘ভোটারদের সঙ্গে কথা বলা আপনার কাজ নয়’ পুলিশকে ধমক বিজেপি প্রার্থী শ্রীরূপার অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না এই কাজ, নাহলে জন্ম জন্মান্তর ধরে থাকবেন গরিব ডান হাতের মধ্যমা কাটা কামিন্সের,কী করে বোলিং করেন? গল্প শুনে হতবাক হার্দিক-সূর্য নির্যাতিতাকে ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না- কেরল হাইকোর্ট 'ন্যায়' হয়েছে, চাকরি বাতিলে স্থগিতাদেশ মিলতেই 'শিক্ষকদের' অভিনন্দন 'তৃপ্ত' মমতার রেভান্না 'সেক্স ভিডিও', বিলি হয়েছিল ২৫ হাজার পেনড্রাইভ অভিযোগ এইচডি কুমারস্বামীর দীপিকার সঙ্গে অশান্তি? কেন ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত ছবি মুছে ফেললেন রণবীর

Latest IPL News

T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ