বাংলা নিউজ > ঘরে বাইরে > Murder: জন্মদিন পালনের পরে ব্যাঙ্ক ম্যানেজার প্রেমিকাকে খুন, গ্রেফতার স্কুলছুট বয়ফ্রেন্ড

Murder: জন্মদিন পালনের পরে ব্যাঙ্ক ম্যানেজার প্রেমিকাকে খুন, গ্রেফতার স্কুলছুট বয়ফ্রেন্ড

খুন। প্রতীকী ছবি  

সোহেব ভাবত অমিতের সঙ্গে হয়তো অন্য় কারো সম্পর্ক রয়েছে। এরপর লজে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ।

বেসরকারি ব্যাঙ্কের এক মহিলা ম্য়ানেজারকে একটি লজের মধ্য়ে খুন করার অভিযোগ উঠেছে তার এক পুরুষ বন্ধুর বিরুদ্ধে। তিন মাস আগে ওই পুরুষ বন্ধুর সঙ্গে তার সোস্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। এরপর অমিত কাউর (৩৫) নামে ওই মহিলা মাঝেমধ্য়েই দেখা করতেন সোহেব শেখের (২৪) সঙ্গে। গত সেপ্টেম্বর মাস থেকে তিনি ওই যুবকের সঙ্গে দেখা করতেন। আর সেই প্রেমিকের হাতে খুন হতে হল ওই মহিলাকে। মাত্র তিন মাস আগে আলাপ। আর তারপরই ওই মহিলাকে লজে ডেকে নিয়ে গিয়ে খুন করল ওই যুবক। একেবারে হাড়হিম ঘটনা। তবে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। নবি মুম্বইয়ের ঘটনা।

ওই মহিলা একটি সন্তানও রয়েছে। এদিকে সোহেব ভাবত অমিতের সঙ্গে হয়তো অন্য় কারো সম্পর্ক রয়েছে। এরপর লজে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ।

জেরা করার জন্য সোহেবকে ডেকে আনা হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্রের খবর, কাজের শেষে সোহেবের সঙ্গে দেখা করেছিলেন ওই মহিলা ব্যাঙ্ক ম্য়ানেজার। এরপর তারা জন্মদিন পালন করেন। তারপর তারা ওই লজে প্রবেশ করেন। এরপর তারা নিজেদের আই কার্ড দেখিয়ে রুম নেন।  মাঝরাতে লজের এক স্টাফ দেখেন সোহেব বেরিয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্য়ে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। পরের দিন দরজা খোলার পরে দেখা যায় যে ওই মহিলা ঘরের মধ্যে পড়ে রয়েছে। 

এদিকে পুলিশ জানতে পারে ওই যুবক লজ থেকে বেরিয়ে তার বাড়িতে চলে যায়। জিটিবি নগর এলাকায় তার মায়ের সঙ্গে থাকত ওই যুবক। 

স্কুল থেকে মাঝপথেই ছেড়ে দিয়েছিল ওই যুবক। এরপর গ্য়ারাজে কাজ করত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। তাকে টানা জেরা করার পরে পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায় ওই মহিলাকে খুন করার পেছনে হাত রয়েছে ওই যুবকের।

পুলিশের একটি টিম লজে গিয়ে বুঝতে পারেন এই ঘটনার পেছনে হাত রয়েছে ওই যুবকের।   

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

অষ্টমীতে ৭০টির বেশি শো হাউজফুল,জানালেন দেব!৩দিন পর এগিয়ে কে টেক্কা নাকি বহুরূপী বিজয়া দশমীতে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠান এই বার্তা মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল 'মমতার বিরুদ্ধে করা অনশন তুলতে ডাক্তারের বাবা-মা'কে চাপ যোগী পুলিশের, কী সেটিং!' তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.