বাংলা নিউজ > ঘরে বাইরে > Kota: খাতায় Goodbye লিখে দশতলা থেকে ঝাঁপ কিশোরীর, বিস্ফোরক অভিযোগ বাবার

Kota: খাতায় Goodbye লিখে দশতলা থেকে ঝাঁপ কিশোরীর, বিস্ফোরক অভিযোগ বাবার

কোটায় এক নিট পরীক্ষার্থীর মৃত্যু। প্রতীকী ছবি. (AP Photo/Muhammad Sajjad) (AP)

এই আত্মহত্যার ঘটনায় অপর এক কিশোর ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই কিশোরও নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

NEET এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এক পরীক্ষার্থী। তিনি আত্মহত্যা করেছেন বলে খবর। এবার সেই পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় অপর এক নিট পরীক্ষার্থী ও তার মার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া ও ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজস্থানের কোটার ঘটনা।

১৭ বছর বয়সী ওই ছাত্রী ল্যান্ডমার্ক সিটি এরিয়ায় একটি বহুতলের ১০ তলা থেকে ঝাঁপ দেন। বুধবার সন্ধ্যার ঘটনা। এদিকে ওই ছাত্রীর বাবা শুক্রবার সন্ধ্যায় কোটাতে যান। ময়নাতদন্তে পাঠানো হয়েছিল ছাত্রীর দেহ। তারপর তার দেহ নেন তার পরিজনরা। এদিকে ওই কিশোরীর বাবা ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এনিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।

সূত্রের খবর বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই কিশোরী বহুতল থেকে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা সে আত্মহত্যা করেছে। সার্কেল অফিসার শঙ্কর লাল জানিয়েছেন তার ঘর থেকে একটি ডায়েরির পাতা পাওয়া গিয়েছে। সেখানে সে পরিবারের উদ্দেশ্য়ে লিখেছে গুড বাই। সেটা লিখে সে বহুতল থেকে ঝাঁপ দেয় বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ওই কিশোরী রাজস্থানের বার্মার জেলার বাসিন্দা। সে ভাই, বোনের সঙ্গে থাকত। ওই আবাসনেই থাকত সে। সে অনলাইনে নিটের কোচিং নিত। আচমকাই এই ঘটনায় হতবাক পরিবারের লোকজন।

এদিকে এই আত্মহত্যার ঘটনায় অপর এক কিশোর ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই কিশোরও নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে ওই বিল্ডিংয়ের চারতলায় থাকত অভিযুক্ত কিশোর। সে মায়ের সঙ্গে সেখানে থাকত। সে নিটের জন্য় প্রস্তুতি নিচ্ছিল। এদিকে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে। তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেয়েটির বাবার অভিযোগ ওই কিশোর ও কিশোরীকে ঘরের মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া গিয়েছিল। তারপরই ছেলেটির মা তার মেয়েকে বকাবকি করে। তারপরই ওই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেনি মেয়ে। তারপরই চরম সিদ্ধান্ত নেয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন