LGBTQ law in Uganda: সমকামী চিহ্নিত হলে কারাবাস, সঙ্গমে মৃত্যুদণ্ড! এমন আইনের বিল পাশ উগান্ডায়
Updated: 22 Mar 2023, 06:36 PM ISTআফ্রিকার ৩০ টি দেশে আপাতত সমকামী সম্পর্ককে নিষিদ্ধ... more
আফ্রিকার ৩০ টি দেশে আপাতত সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করা হয়েছে। তারমধ্যে অন্যতম উগান্ডা। বিবিসির তথ্য বলছে, উগান্ডার আইনসভায় পাশ হয়েছে এক নতুন বিল। সেখানে বলা হচ্ছে, সমকামী বা এলজিবিটিকিউ হওয়া অপরাধের। কেউ সমকামী হিসাবে চিহ্নিত হলে তাঁকে ১০ বছরের কারাবাসের সাজা ভোগ করতে হবে।
পরবর্তী ফটো গ্যালারি