বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua Moitra cash for query case: রাতে কার সঙ্গে কথা? 'প্রশ্ন' শুনে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, কুকথা বলেছে, বলল BJP

Mahua Moitra cash for query case: রাতে কার সঙ্গে কথা? 'প্রশ্ন' শুনে এথিক্স-বৈঠক ত্যাগ মহুয়ার, কুকথা বলেছে, বলল BJP

এথিক্স কমিটির বৈঠকের পর মহুয়া মৈত্র। (ছবি সৌজন্যে এএনআই এবং পিটিআই)

আজ এথিক্স কমিটির বৈঠকে যান মহুয়া মৈত্র। হিরানন্দানি গ্রুপের থেকে টাকা নিয়ে সংসদে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করেছেন বলে যে অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে, সেটার প্রেক্ষিতে আজ এথিক্স কমিটির বৈঠকে যান। সেখানেও একপ্রস্থ রেষারেষি হল।

রাতে কার সঙ্গে কথা বলেন? কী কথা বলেন? 'টাকা নিয়ে প্রশ্ন করার' মামলায় সংসদের এথিক্স কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে এমনই সব ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিরোধী সাংসদরা। সেজন্য তাঁরা কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন বলেও দাবি করেছেন। যদিও পালটা এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপির সাংসদ বিনোদ শংকর দাবি করেছেন, রেগে গিয়ে কমিটির সদস্যদের বিরুদ্ধে খারাপ শব্দ ব্যবহার করেছেন মহুয়া। একইসুরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে এথিক্স কমিটির ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছেন তৃণমূল সাংসদ। আর কমিটির নেতৃত্বে যে একজন ওবিসি নেতা আছেন, সেটা বিরোধীরা মেনে নিতে পারছেন না বলে দাবি করেন নিশিকান্ত।

আজ সংসদের এথিক্স কমিটির বৈঠকে হাজির হন মহুয়া। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণনগরের সাংসদ। তিনি দাবি করেন, ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করে দেওয়ার পর তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করেছেন জয় আনন্দ দেহাদ্রাই। যে বৈঠকে মহুয়াকে সমর্থন জানান বিএসপি সাংসদ দানিশ আলি-সহ বিরোধী সাংসদরা। পালটা বিজেপি সাংসদরা দাবি করতে থাকেন যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা না বলে আসল বিষয় নিয়ে জবাবদিহি করুন মহুয়া।

সেইসবের মধ্যে এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মহুয়া এবং বিরোধী সাংসদরা। তারপর মহুয়া বলেন, ‘ওঁরা যা ইচ্ছা, তাই বলছেন। ভুলভাল বকছেন তাঁরা।’ একইসুরে বিএসপি সাংসদ দানিশ বলেন, ‘আমরা (এথিক্স কমিটির বৈঠক) থেকে ওয়াক-আউট করেছি, কারণ (মহুয়াকে প্রশ্ন করা হয় যে) রাতে কার সঙ্গে কথা বলেন? কী কথা বলেন? এটা কি চেয়ারম্যানের জিজ্ঞাসা করা উচিত?’

যদিও বিরোধীদের সেই দাবি উড়িয়ে দিয়েছেন এথিক্স কমিটির চেয়ারম্যান। শংকর বলেন, ‘মহুয়া মৈত্রের বিরুদ্ধে অনৈতিক কাজের যে অভিযোগ উঠেছে, সেটা তদন্ত করে দেখাই হল কমিটির উদ্দেশ্য। কিন্তু সহযোগিতা করার পরিবর্তে রেগে গিয়ে প্যানেলের সদস্য এবং চেয়ারম্যানের বিরুদ্ধে বাজে কথা বলেন। কমিটির বিরুদ্ধে কয়েকটি অভিযোগ করেন দানিশ আলি, গিরধারী যাদব-সহ বিরোধী সাংসদরা। দর্শন হিরানন্দানির অভিযোগ নিয়ে প্রশ্ন নিয়ে যাতে জবাব দিতে না হয়, তাই তাঁরা বৈঠক ছেড়ে বেরিয়ে যান।’

আরও পড়ুন: Mahua Moitra alleged bribery case: সংসদের ID ও পাসওয়ার্ড দেন মহুয়া, পরিবর্তে দিতে হত দামি উপহার, দাবি হিরানন্দানির

উল্লেখ্য, আদানি গ্রুপের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করতে হিরানন্দানি গ্রুপের থেকে মহুয়া টাকা ও উপহার নিয়েছেন বলে অভিযোগ ওঠে। জয়ের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে সরব হন নিশিকান্ত। পরবর্তীতে শিল্পগোষ্ঠী হিরানন্দানির সিইও দর্শন হিরানন্দানি দাবি করেন, তাঁর থেকে উপহার নিয়ে আগানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করতেন মহুয়া। এমনকী তাঁর সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ডও দিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। যদিও তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

পরবর্তী খবর

Latest News

কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি মুরগির রোস্ট নয়, এবার বানান ইলিশ মাছের রোস্ট! জমে যাবে পুজোর দুপুর বিগ বস না টাকার খনি! ১৮তম সিজনে ২৫০ কোটি টাকা নিচ্ছেন সলমন খান,এপিসোড পিছু আয় কত ভেসে গেল বাবা-ছেলে, ভূমিধসের বলি মা-মেয়ে, গারো পাহাড়ের দুর্যোগে মৃত বেড়ে ১৫ প্রতীকী অনশনে উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়ররা, দাবি না মানলে আমরণ অনশন বিশ্বকাপে মারকাটারি ক্রিকেট ডটিনদের, স্কটিশদের খড়কুটোর মতো উড়িয়ে দিল ওঃইন্ডিজ 'কত ওষুধ খাই তাও ঘুমোতে পারি না…বাবারা চলে গেলে সব শেষ',বাবার স্মৃতিতে স্বস্তিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.