বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua On Lynching Claim by BJP Leader: ‘বিলকিস বানোর ধর্ষকদের...’, গণপিটুনি নিয়ে ‘গর্ব’ করা BJP নেতাকে খোঁচা মহুয়ার

Mahua On Lynching Claim by BJP Leader: ‘বিলকিস বানোর ধর্ষকদের...’, গণপিটুনি নিয়ে ‘গর্ব’ করা BJP নেতাকে খোঁচা মহুয়ার

 তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

রাজস্থানের বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। তাতে তাঁকে বলতে শোনা যায় যে তাঁর অনুগামীরা ৫ জনকে পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় এবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

রাজস্থানের বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার এক ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল। তাতে তাঁকে বলতে শোনা যায় যে তাঁর অনুগামীরা ৫ জনকে পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় এবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। কটাক্ষের সুরে তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘বিলকিস বানোর ১১ দর্ষণকারীকে যারা সম্মান জানিয়েছিল, তাদেরকে এবার রাজস্থান পাঠানো হোক এই বিজেপি নেতাকে সম্মান জানাতে।’

টুইট বার্তায় তৃণমূলের সাংসদ লেখেন, ‘রবিবার সকালের বিজেপির যে কাজ রয়েছে – বিলকিস বানোর ধর্ষকদের সম্মান জানানো বাহিনীকে সেই নয়া হিরোর কাছে পাঠানো যে ৫ জন ব্যক্তিকে খুন করা নিয়ে গর্ব করছেন।’ প্রসঙ্গত, একটি জমায়েতে গণপিটুনির পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল জ্ঞানদেব আহুজাকে। জ্ঞানদেবের সেই বক্তব্যের ভিডিয়ো টুইট করেছিলেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক গোবিন্দ সিং দোতাসরা। তারপরই প্রাক্তন বিজেপি বিধায়কের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিয়ো নিয়ে কংগ্রেসের তোপ

এই ভিডিয়ো টুইট করে কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপির ধর্মীয় সন্ত্রাসের আর কোনও প্রমাণ দরকার আছে? বিজেপি আসল মুখটা সামনে এসে গিয়েছে। কংগ্রেসের দাবি, আরএসএসের কয়েকজন কর্মী তার চারপাশে বসেছিলেন। তাঁদের সামনেই বিজেপি নেতা বলেছেন, তাঁর সমর্থকরাই পাঁচকজনকে গণপিটুনি দিয়েছে। তিনি দাবি করেন, কর্মীদের এতে সব অধিকার দিচ্ছেন তিনি। তাঁর আরও দাবি, অভিযুক্তদের জামিন করিয়ে আনা হবে।

আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে FIR, লুকআউট সার্কুলার জারি CBI-এর

ভাইরাল ভিডিয়োতে দেখা যায় বিজেপি নেতা বলছেন, ‘আমরা এখনও পর্যন্ত পাঁচ জনকে পিটিয়ে খুন করেছি। তা লাওয়ান্দি হোক বা বেহরোর। এই এলাকায় এই প্রথম কাউকে পিটিয়ে মারার ঘটনা ঘটল। কর্মীদের খুন করার জন্য আমি ফ্রি হ্যান্ড দিয়েছি। আমরা তাদের জামিন করিয়ে আনব।’ এদিকে সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপির ওই নেতা জানিয়েছেন, গরু পাচার বা গোহত্যার সঙ্গে যারা যুক্ত থাকতে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও বিজেপির আলওয়ারের নেতা সঞ্জয় সিং নারুকা এই বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, দলের এনিয়ে কোনও বিশেষ ভাবনাচিন্তা নেই। এগুলি সব ব্যক্তিগত মতামত। তবে এই নিয়ে তৃণমূল সাংসদ খোঁচা মারতে ছাড়লেন না। এর আগে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার ঘটনায় তোপের মুখে পড়েছে গুজরাটের বিজেপি সরকার।

 

বন্ধ করুন