বাংলা নিউজ > ঘরে বাইরে > অজগরের পেট চিরে উদ্ধার হল নিখোঁজ মহিলার দেহ

অজগরের পেট চিরে উদ্ধার হল নিখোঁজ মহিলার দেহ

অজগরের পেট চিরে উদ্ধার করা হচ্ছে মহিলার দেহ।

নিহত মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, রোজের মতো শুক্রবারও রবার বাগানে আঁঠা সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। তার পর থেকে তাঁর আর কোনও খবর পাওয়া যাচ্ছিল না। এর পর জঙ্গলে মহিলার খোঁজ শুরু করেন স্থানীয়রা।

বিশাল অজগর সাপের পেট চিরে উদ্ধার হল নিখোঁজ মহিলার মৃতদেহ। ঘটনা ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের এই ঘটনার ছবি দেখে আঁতকে উঠছেন অনেকেই। ২২ ফুট লম্বা অজগরটিকে হত্যা করে তার পেট থেকে জাহরা (৫৪) নামে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়।

নিহত মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, রোজের মতো শুক্রবারও রবার বাগানে আঁঠা সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। তার পর থেকে তাঁর আর কোনও খবর পাওয়া যাচ্ছিল না। এর পর জঙ্গলে মহিলার খোঁজ শুরু করেন স্থানীয়রা। সঙ্গে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা দলও। রবিবার সকালে জঙ্গলে একটি বিশাল ময়াল সাপ পড়ে থাকতে দেখেন তাঁরা। সাপটিকে দেখেই তারা বুঝতে পারেন তার পেটে বড় কিছু রয়েছে। এর পর সাপটিকে মেরে ফেলেন তাঁরা। পেট চিরে বার করেন জাহরার দেহ। এর পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অজগরটির পেট চিরে মহিলার দে

হ উদ্ধারের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

টাকা উদ্ধার হয়েছে, তাই পার্থ দলের বিড়ম্বনা, অনুব্রত - মানিক নন, দাবি সৌগতর

এক গ্রামবাসী জানিয়েছেন, শুক্রবার উনি নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা তল্লাশি শুরু করি। কিন্তু উনি সাপের পেটে চলে যেতে পারেন সেটা ভাবিনি। নির্জন জায়গায় সবার অলক্ষ্যেই ওনাকে গিলে খেয়েছে সাপটি।

মহিলার দেহ উদ্ধারের পর মৃত অজগর।
মহিলার দেহ উদ্ধারের পর মৃত অজগর।

অজগর সাপ বড় প্রাণীকে আস্ত গিলে খায়। তার পর বেশ কয়েকদিনের জন্য নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে সে। বিশ্বের সব থেকে বড় সাপ হল এই অজগর। একটি সাপ ২৮ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে।

 

বন্ধ করুন