বাংলা নিউজ > ঘরে বাইরে > MLA Killed in Car Accident: হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে দামী বিলাসবহুল গাড়ি, মৃত্যু ৩৭ বছর বয়সি বিধায়কের

MLA Killed in Car Accident: হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে দামী বিলাসবহুল গাড়ি, মৃত্যু ৩৭ বছর বয়সি বিধায়কের

ভয়াবহ দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি

প্রসঙ্গত, এই মাসেরই ১৩ তারিখে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন এই বিধায়ক। সেদিন একটি জনসভা থেকে ফিরছিলেন তিনি। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছিল। সেদিন এক মত্ত গাড়ি চালক নন্দিতার গাড়ি ঠুকে দিয়েছিল। আর এর ১০ দিন যেতে না যেতেই ফের এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। 

তেলাঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক জি লাস্য নন্দিতা শুক্রবার ভোরে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হায়দরাবাদের উপকণ্ঠে তেলাঙ্গানার সাঙ্গারেডি জেলার পাতানচেরুতে আউটার রিং রোডে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃত বিধায়কের বয়স মাত্র ৩৭ বছর ছিল। রিপোর্ট অনুযায়ী, নন্দিতা হায়দরাবাদে ফিরছিলেন। সেই সময় ভোর সাড়ে ৬টা নাগাদ তাঁর গাড়িটি দুর্ঘটনার কলবে পড়ে। (আরও পড়ুন: ভোররাতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদীন)

আরও পড়ুন: 'চুরি' হয়েছে সাধের 'ঘড়ি', শরদের দলকে নয়া নির্বাচনী প্রতীক দিল নির্বাচন কমিশন

জানা গিয়েছে, মারুতি এক্সএল৬ মডেলের গাড়িতে করে ভ্রমণ করছিলেন সেকেন্দ্রাবাদ ক্যানটমেন্টের বিধায়ক। গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক। দুর্ঘটনায় নন্দিতার মৃত্যু হলেও চালক বেঁচে গিয়েছেন। তবে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার আগে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটিকে রাস্তায় নিয়ন্ত্রণহীন ভাবে এদিক-সেদিক যেতে দেখা যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপরই হাইওয়ের ধারে এক রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে সেই গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়কের।

আরও পড়ুন: যে আদেশনামার অংশ ঘিরে ছড়িয়েছিল অশান্তি, তা মোছার নির্দেশ মণিপুর হাই কোর্টের

উল্লেখ্য, নন্দিতার বাবা প্রয়াত জি সায়ান্নাও বিআরএস-এর বিধায়ক ছিলেন। বাবার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ নন্দিতার। গতবছর সেকেন্দ্রাবাদ ক্যানটমেন্ট আসন থেকে বিআরএস-এর টিকিটে লড়েন নন্দিতা। গোটা রাজ্যে বিআরএস-এর অবস্থা খুব একটা ভালো না হলেও নন্দিতা নিজের আসনে জিতেছিলেন। এর আগে এই আসন থেকেই লাগাতার পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাঁর বাবা সায়ান্না। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হয়েছিলেন সায়ান্না। এদিকে হায়দরাবাদ পুরসভার কর্পোরেটর হিসেবে তখন কাজ করছিলেন নন্দিতা। দলীয় রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন তিনি। তাই বাবার জিতে আসা আসনে মেয়েকেই টিকিট দিয়েছিলেন কেসিআর।

প্রসঙ্গত, এই মাসেরই ১৩ তারিখে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন নন্দিতা। সেদিন নালগোন্ডা থেকে হায়দরাবাদ ফেরার পথে মারিগুড়া জংশনে এই একই ধরনের একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিআরএস প্রতিষ্ঠাতা কে চন্দ্রশেখর রাওয়ের একটি জনসভা থেকে ফিরছিলেন নন্দিতা। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছিল। সেদিন এক মত্ত গাড়ি চালক নন্দিতার গাড়ি ঠুকে দিয়েছিল। আর এর ১০ দিন যেতে না যেতেই ফের এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আর এবার দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এই বিধায়ক।

পরবর্তী খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.