বাংলা নিউজ > ঘরে বাইরে > MV Ganga Vilas: বিহারে গঙ্গা বিলাস মোটেও আটকে যায়নি, স্পষ্ট জানাল কেন্দ্র

MV Ganga Vilas: বিহারে গঙ্গা বিলাস মোটেও আটকে যায়নি, স্পষ্ট জানাল কেন্দ্র

এমভি গঙ্গাবিলাস (AP Photo/Suraj Patel) (AP)

গত ১৩ জানুয়ারি বারাণসীতে এই গঙ্গাবিলাসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাবে এই প্রমোদতরণী। ৮০জন যাত্রী থাকবেন ওই তরণীতে।

গঙ্গার বুকে বিলাসবহুল প্রমোদতরী। গঙ্গা বিলাস ক্রুজ। গত সপ্তাহে সেই তরীর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যাত্রা শুরুর তৃতীয় দিনেই বিহারের ছাপরাতে গঙ্গায় আটকে গিয়েছিল বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। যদিও IWAI-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিহারে গঙ্গা বিলাস আটকে গিয়েছে বলে যেটা বলা হচ্ছে, তা একেবারেই সঠিক নয়। নির্ধারিত সূচি মেনেই পাটনায় পৌঁছে গিয়েছে গঙ্গাবিলাস।

IWAI চেয়ারম্যান সঞ্জয় বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, গঙ্গা বিলাস নির্ধারিত সূচি মেনেই পাটনায় গিয়েছে। ভেসেলটি বিহারের ছাপড়ায় আটকে গিয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, সেই খবরের কোনও সত্যতা নেই। সূচি মেনেই এগিয়ে যাবে ভেসেল।

এদিকে কথা রয়েছে গঙ্গার দুধারে নানা দ্রষ্টব্যস্থানে থামবে ওই জাহাজ। এরপর সেখান থেকে পর্যটকরা নেমে সেই জায়গা ঘুরে দেখবেন। ছাপড়া থেকে প্রায় ১১ কিমি দক্ষিণ পশ্চিমে রয়েছে চিরান্দ। প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন রয়েছে এখানে। হিন্দু, বৌদ্ধ ও মুসলমি সংস্কৃতির নানা নির্দশন রয়েছে এখানে। সেখানে ঘুরে দেখার কথা পর্যটকদের।

ছাপড়ার সিও সত্যেন্দ্র সিং আগেই জানিয়েছেন, পর্যটকদের নিয়ে আসার ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। তিনি জানিয়েছেন, এসডিআরএফের টিম ঘাটে রয়েছে। কোনওরকম সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

সব দিক থেকে সজ্জিত গঙ্গাবিলাস। জোয়ারের সময় প্রতি ঘণ্টায় এই জাহাজ যাবে ১২ কিমি। অন্যদিকে ভাটার সময় জাহাজের গতিবেগ প্রতিঘণ্টায় হবে ২০ কিমি। পানীয় জলের জন্য আরও সিস্টেম আছে এই জাহাজে। স্বাচ্ছন্দ্যের যাবতীয় ব্যবস্থা রয়েছে এই প্রমোদতরীতে। ভারতে এই গঙ্গা বিলাসের ভাড়া প্রতিদিন ২৫ হাজার টাকা। অন্য়দিকে বাংলাদেশে প্রতিদিন এই জাহাজের ভাড়া হবে ৫০ হাজার টাকা প্রতিদিন।

গত ১৩ জানুয়ারি বারণীসীতে এই গঙ্গাবিলাসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাবে এই প্রমোদতরণী। ৮০জন যাত্রী থাকবেন ওই তরণীতে।

এরপর অসমের ব্রহ্মপুত্র নদীতে পড়বে এই প্রমোদতরী। ভারত ও বাংলাদেশের উপর দিয়ে যাবে এটি। সব মিলিয়ে ৩২০০ কিমি পথ অতিক্রম করবে এই বিশাল তরী। অন্তত ২৭টি নদী ধরে চলবে এই গঙ্গা বিলাস।

 

ঘরে বাইরে খবর

Latest News

রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম'

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.