আগামী বছর লোকসভা নির্বাচন। এই নির্বাচনে লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি এখন থেকেই ময়দানে নেমে পড়েছে। আর সেই সঙ্গে রাজনৈতিক দলগুলি একে অপরকে লক্ষ্য করে শুরু করে দিয়েছে কাদা ছোড়াছুড়ি। বিজেপিকে পরাজয় লক্ষ্যে বিরোধী দলগুলি ‘ইন্ডিয়া’ মহাজোট গঠন করেছে। তাতে বিরোধীদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। বিরোধীরা এক প্রকার নিশ্চিত যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পরাজয় হবে। কিছুদিন আগেই ইন্ডিয়া জোটকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী ভোটের হারের পরে এই জোটের অনেকেই বিদেশে পালিয়ে যাবেন বলে মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। এবার এ নিয়ে পালটা নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তিনি বলেছেন, ‘লোকসভা ভোটে পরাজয়ের পরেই নরেন্দ্র মোদী দেশ ছেড়ে পালাবেন। তিনি বিদেশে আশ্রয় নেবেন।’
আরও পড়ুন: 'স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা উচিত নয়', মন্তব্য লালুপ্রসাদ যাদবের
প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেছিলেন দুর্নীতি, স্বজনপোষণের সুবিধার জন্য ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে। রবিবার লালুপ্রসাদ যাদব বলেন, ‘নরেন্দ্র মোদী পদত্যাগের পরিকল্পনা করছেন। যে কারণে তিনি এতো দেশে সফর করছেন। তিনি এমন একটি জায়গা খুঁজছেন যেখানে তিনি আরাম করতে পারবেন এবং পিৎজা, মোমো এবং চাউমিন খেতে করতে পারবেন।’ রবিবার লালু প্রসাদের ছেলে তথা বিহারের মন্ত্রী তেজপ্রতাপ যাদব একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন লালু প্রসাদ। তিনি মনে করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত। এদিনের সভায় তিনি বলেন, ‘মোদীজিকে কুইট ইন্ডিয়া করতে হবে। কারণ আগামী লোকসভা ভোটে তাঁর হার নিশ্চিত। তা বুঝতে পেরেই তিনি দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আসলে ভোটে হারার পরে তিনি যাতে শান্তিতে বসবাস করতে পারেন তা বিদেশে ঘুরে খোঁজার চেষ্টা করছেন।’
এদিন লালু প্রসাদের এই মন্তব্যের পরে কার্যত হাসির রোল দেখা যায় সভায়। প্রসঙ্গত, বিজেপিকে হারাতে এবার ২৬ টি বিরোধী দলের মহাজোট তৈরি হয়েছে। তার নাম হল ‘ইন্ডিয়া’। এই ইন্ডিয়া নাম নিয়েও বিরোধীদের কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। তবে এই মহাজোট ভাঙার চক্রান্ত করা হতে পারে বলেই আশঙ্কা করেছেন লালু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চক্রান্ত করে এই জোট ভাঙা যাবে না। বিজেপিকে না হারানো পর্যন্ত এই মহাজোট অটুট থাকবে।’