রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর তরফে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। আদিবাসী নেত্রীকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। এমনটাই মত রাজনৈতিক মহলের। সেই দ্রৌপদী মুর্মুর পৈত্রিক ভিটে যে গ্রামে সেখানে এবার বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করল ওড়িশা সরকার। উপরবেদা গ্রামের একাংশে এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, ময়ুরভঞ্জের সেই গ্রামেতেই এতদিন বিদ্যুৎ সংযোগ ছিল না।
তবে বর্তমানে ওই গ্রামে থাকেন না দ্রৌপদী। সেখান থেকে প্রায় ২০ কিমি দূরে রায়রঙ্গনপুর শহরে থাকেন তিনি। কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতেই নড়েচড়ে বসে ওড়িশার বিদ্যুৎ দফতর। ওই প্রত্যন্ত গ্রামে শনিবার দফতরের আধিকারিকরা একেবারে টিম নিয়ে পৌঁছে যান। ৩৮টি বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়া হয়েছে। ৯০০ মিটার কেবল, ট্রান্সফর্মার সহ অন্যান্য যন্ত্রপাতিও নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে।
এদিকে কাছেই রয়েছে দুঙ্গুরশাহি গ্রাম। সেখানে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। এখনও কেরোসিনের ল্যাম্পই ভরসা বাসিন্দাদের। ওই গ্রামে দ্রৌপদী মুর্মুর ভাইপো বিরাঞ্চি নারায়ণ টুটু থাকেন। তিনি বলেন, আমাদের গ্রামে বিদ্যুৎ দেওয়ার জন্য বারবার বলেছি। কিন্তু কেউ কথা শোনে না। তবে শেষ পর্যন্ত কপাল ফিরল দ্রৌপদী মুর্মুর গ্রামে।