নিউইয়র্কের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু এক ভারতীয় তরুণের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ফজিল খান। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। রিপোর্ট অনুযায়ী, লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে আগুন লেগেছিল ফজিলের ফ্ল্যাটে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। সেই আগুনেই মৃত্যু হয় ভারতীয় সাংবাদিকের। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন সেই বিল্ডিংয়ের আরও ১৭ জন বাসিন্দা। (আরও পড়ুন: কপাল পুড়বে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের? চাকরির ক্যাম্পাসিং নিয়ে বড় বার্তা TCS-এর)
আরও পড়ুন: নিজের ঘরেও ট্রাম্পের কাছে হার নিকির, তাও কেন হাল ছাড়ছেন না এই ভারতীয় বংশোদ্ভূত?
এদিকে ফজিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, '২৭ বছর বয়সি ভারতীয় নাগরিক ফজিল খানের মৃত্যুর কথা জানতে পেরে আমরা মর্মাহত। দুর্ভাগ্যবশত নিউইয়র্ক শহরের হারলেম অঞ্চলে অবস্থিত এক ভবনে অগ্নিকাণ্ডের জেরে ফজিলের মৃত্যু হয়। আমরা ফজিলের পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁর মৃতদেহ ভারতে পাঠানোর বিষয়ে ফজিলের পরিবারকে সব রকমের সহযোগিতা করব আমরা।'
রিপোর্ট অনুযায়ী, এই অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্যে অনেকেই বিল্ডিংয়ের জানলা দিয়ে লাফ দিয়েছিলেন বলে দাবি প্রতক্ষ্যদর্শীদের। সেই বিল্ডিংয়ের এক বাসিন্দা দাবি করেন, পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাঁর বাবা শুধুমাত্র চাবি এবং ফোন হাতে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। এদিকে দমকল বাহিনী এসে ১৮ জনকে উদ্ধার করে। এর মধ্যে ১২ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে সেই বিল্ডিংয়ের বাসিন্দাদের আপাতত পাশের একটি স্কুলে রাখা হয়েছে।
জানা গিয়েছে, কলাম্বিয়া জর্নালিজম স্কুলের প্রাক্তনী ছিলেন ফজিল খান। বর্তমানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা টিচার্স কলেজের 'দ্য হেচিঙ্গার রিপোর্ট'-এ ডেটা সাংবাদিক হিসেবে কাজ করছিলেন ফজিল। শিক্ষা ক্ষেত্রে অসমতা এবং উদ্ভাবনের বিষয়কে তুলে ধরে এই প্রতিষ্ঠান। ফজিলের মৃত্যু প্রসঙ্গে তাঁর প্রতিষ্ঠান বিবৃতি জারি করে বলেছে, 'আমরা শনিবার জানতে পেরেছি যে দ্য হেচিঙ্গার রিপোর্টের ডেটা রিপোর্টার ফজিল খান নিউইয়র্কের বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন। তিনি সেখানেই থাকতেন। এমন একজন দুর্দান্ত সহকর্মীকে হারিয়ে আমরা বিধ্বস্ত। তাঁর পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তাঁকে আমরা খুবই মিস করব।' ভারতীয় সাংবাদিকের লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা গিয়েছে, ফজিল ২০১৮ সালে বিজনেস স্ট্যান্ডার্ডে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর দিল্লিতে সিএনএন নিউজ১৮-এর রিপোর্টার হিসেবে কাজ করেছিলেন ফজিল। ২০২০ সালে তিনি নিউ ইয়র্কে চলে যান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্যে।