বাংলা নিউজ > ঘরে বাইরে > News Highlights: মানিকের অস্বস্তি থেকে মোমিনপুর নিয়ে পুলিশের জবাব - কী কী ঘটল বুধবার?
তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

News Highlights: মানিকের অস্বস্তি থেকে মোমিনপুর নিয়ে পুলিশের জবাব - কী কী ঘটল বুধবার?

দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের সংস্থা এএনএম এগ্রোক্রিম ফুড লিমিটেডকে নোটিশ পাঠাল সিবিআইয়ের গোয়েন্দারা। কোম্পানির যাবতীয় নথিপত্র এবং সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আগামী সপ্তাহের সোমবারের মধ্যে সিবিআইয়ের সঙ্গে দেখা করতে বলা হয়েছে সুকন্যা এবং সংস্থার অপর ডিরেক্টর বিদ্যুৎ বরণ গায়েনকে। এদিকে গেমিং অ্যাপ কাণ্ডে ৩২ কোটি টাকা ফ্রিজ করল লালবাজার। দেশে ও বিদেশের প্রায় ১৬০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল এই ৩২ কোটি টাকা। দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় খবরের আপডেট পেতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

12 Oct 2022, 01:08:20 PM IST

কিছু জানা নেই: মানিক

গ্রেফতারির পরেও মুখ খুলছেন না মানিক ভট্টাচার্য। প্রতি প্রশ্নেই একটিই উত্তর তাঁর, ‘কিছু জানা নেই’।

12 Oct 2022, 12:55:09 PM IST

আপাতত ইডি হেফাজতেই থাকবেন মানিক

বুধবার মানিকের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ বলে, আপাতত এব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত। মামলার পরবর্তী শুনানি শুক্রবার। তাই অন্তত শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকছেন মানিক।

12 Oct 2022, 12:38:44 PM IST

মোমিনপুর নিয়ে পুলিশের কাছে জবাব চাইল আদালত

মোমিনপুর মামলার শুনানি চলাচালীন কলকাতা বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে পুলিশি ত্রুটি সংক্রান্ত লিখিত জবাব চাওয়া হয়।

12 Oct 2022, 11:38:28 AM IST

হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল

আজ থেকে ১১ দিন হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কর্ড এবং মেন লাইনে ট্রেন বাতিল রাখছে পূর্ব রেল। কাজ চলবে শক্তিগড়ে। সেজন্য আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় (কর্ড এবং মেন লাইন) দৈনিক তিন জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের মধ্যে দু'জোড়া কর্ড লাইনের। এক জোড়া লোকাল ট্রেন মেন লাইনের। কোনও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়নি বা যাত্রাপথ সংক্ষিপ্ত করেনি পূর্ব রেল।

12 Oct 2022, 11:37:18 AM IST

নাসার ডার্ট মিশনের সাফল্য

ডার্ট মিশনের আওতায় ইচ্ছে করে মহাকাশযান দিয়ে গ্রহাণুকে ধাক্কা দিয়েছিল নাসা। সেটা প্রায় একমাস আগের ঘটনা। এই ‘ধাক্কা’র মূল লক্ষ্য ছিল সেই গ্রহাণুর গতিপথ বদল করা। আর সেই লক্ষ্যে সফল হয়েছে নাসা। গতকালই নিজেদের ডার্ট মিশনের সাফল্যের ঘোষণা করে নাসা।

12 Oct 2022, 11:36:36 AM IST

মোমিনপুরে হিংসার ঘটনায় গ্রেফতার ৪২

মোমিনপুরে হিংসা ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ। আজকে পর্যন্ত একবালপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

12 Oct 2022, 11:36:05 AM IST

হাই কোর্টে মোমিনপুর কাণ্ডের মামলার শুনানি হতে পারে আজ

মোমিনপুর কাণ্ডের বল এবার গড়াল কলকাতা হাই কোর্টে। কলকাতার বুকে হিংসার ঘটনায় দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে উচ্চ আদালতে। আজ সেই মামলাগুলির শুনানি হতে পারে। 

12 Oct 2022, 11:34:15 AM IST

মোবাইল পরিষেবা দেওয়ার অনুমোদন পেল আদানি

সাধারণ জনগণকে মোবাইল পরিষেবা দেওয়ার অনুমোদন পেল আদানি গোষ্ঠী। এর আগে ৫জি নিলামে ২৬GHz ব্যান্ডে ৪০০MHz স্পেকট্রাম ব্যবহারের স্বত্ব পেয়েছে আদানি ডেটা নেটওয়ার্কস। নিলামে ২০ বছরের জন্য এই সত্ত্ব পেতে মোট ২১২ কোটি টাকা খরচ করেছেন আদানি।

12 Oct 2022, 11:33:20 AM IST

'তালাক-ই-হাসান'কে অসাংবিধানিক ঘোষণা করার আবেদন গ্রহণ করল SC

'তালাক-ই-হাসান' এবং মুসলিমদের সব ধরনের ‘একতরফা বিচারবহির্ভূত বিবাহবিচ্ছেদ’কে অসাংবিধানিক ঘোষণা করার দাবিতে করা আবেদনগুলি গ্রহণ করল সুপ্রিম কোর্ট।

12 Oct 2022, 11:32:24 AM IST

গেমিং অ্যাপ কাণ্ডে ৩২ কোটি টাকা ফ্রিজ

গেমিং অ্যাপ কাণ্ডে ৩২ কোটি টাকা ফ্রিজ করল লালবাজার। দেশে ও বিদেশের প্রায় ১৬০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল এই ৩২ কোটি টাকা।

12 Oct 2022, 11:32:25 AM IST

সুকন্যাকে নোটিশ CBI-এর

অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের সংস্থা এএনএম এগ্রোক্রিম ফুড লিমিটেডকে নোটিশ পাঠাল সিবিআইয়ের গোয়েন্দারা। কোম্পানির যাবতীয় নথিপত্র এবং সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আগামী সপ্তাহের সোমবারের মধ্যে সিবিআইয়ের সঙ্গে দেখা করতে বলা হয়েছে সুকন্যা এবং সংস্থার অপর ডিরেক্টর বিদ্যুৎ বরণ গায়েনকে।

12 Oct 2022, 11:32:25 AM IST

এন্টালিতে গুলিবিদ্ধ মূক ও বধির

কলকাতার এন্টালিতে মঙ্গলবার রাতে গুলি চলল। ঘটনায় এক ব্যক্তি জখম হয়েছেন। দুই ইমারতি ব্যবসায়ীর মধ্যে এলাকায় প্রভাব খাটানো নিয়েই ঝামে বাঁধে বলে জানা যায়। এরই মাঝে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হয়েছেন মূক ও বধির ব্যক্তি। তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বন্ধ করুন