বিজয় স্বরূপ
বিহারের রাজনীতিতে এবার যাবতীয় জল্পনার অবসান। জেডিইউর সভাপতি হিসাবে নির্বাচিত হলেন নীতীশ কুমার। শুক্রবার বিকালে দিল্লিতে জাতীয় কর্মসমিটির মিটিংয়ে এনিয়ে সিদ্ধান্ত হয়েছে। লালন সিং পদত্যাগ করার পরে বিহারের মুখ্য়মন্ত্রী ফের ওই পদে বসলেন। এতদিন এনিয়ে নানা কানাঘুষো চলছিল। তবে অবশেষে দলের হাল ধরলেন নীতীশ কুমারই।
এদিকে মিটিংয়ের পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লালন সিং বলেন, রাগ? কীসের রাগ? এই প্রথম আমি এই শব্দটি শুনলাম।
জেডিইউর রাজ্য সভাপতি উমেশ খুশওয়া জানিয়েছেন, নীতীশ কুমারকে সবাই মিলে অনুরোধ করা হয়েছিল। তারপর তিনি ওই পদে বসেছেন।
লালনজী বলেছেন তিনি ভোটে লড়বেন। তাকে এই পদ থেকে রেহাই দেওয়া হোক। দুজনের মধ্য়ে কোনও তিক্ততা নেই।বিহারের মন্ত্রী বিজয় কুমার চৌধুরীও এনিয়ে মুখ খুলেছেন।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লালনের উপর সন্তুষ্ট ছিলেন না নীতীশ কুমার। কারণ তিনি ইন্ডিয়া জোটের কাজকর্মের সঙ্গে সমণ্বয় রাখছিলেন না। সেই সঙ্গে মল্লিকার্জুন খাড়গেকে ওইভাবে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন নীতীশ কুমার। তবে এদিন তিনি বলেন, খাড়গে নিয়ে তাঁর কোনও ব্যাপার নেই।
আর লালন সিং বৃহস্পতিবার জানিয়েছিলেন, নীতীশ কুমার আমাদের দলের একজন নেতা। জেডিইউ ঐক্যবদ্ধ রয়েছে। সেটা একতাবদ্ধ থাকবে। আমি ইস্তফা দিচ্ছি না।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পার্টির রাশ এবার নীতীশ কুমারের হাতে। এর মাধ্যমে ইন্ডিয়া জোটকেও একটা বার্তা দেওয়া হল। তবে নীতীশ কুমার ফের ধরলেন জেডিইউর রাশ।