বাংলা নিউজ > ঘরে বাইরে > JDU hits back Kishor: জেডিইউএর 'অফার' নিয়ে কিশোরের 'দাবি' আসতেই পাল্টা ফুঁসে উঠল নীতীশের দল! টার্গেটে প্রশান্ত

২০২৪ লোকসভা ভোট ঘিরে ভারতের জাতীয় রাজনীতি কার্যত ‘সাজো সাজো রব’-এ! এরই মাঝে বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে রয়েছে লাখ টাকার প্রশ্ন। তবে জল্পনার মাঝে উঠে এসেছে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের নাম। যাঁর সঙ্গে সদ্য ভোট কুশলী প্রশান্ত কিশোরের ৪৫ মিনিটের গোপন বৈঠক সম্পন্ন হয়েছে। তা নিয়ে মুখ খোলেন নীতীশ, প্রশান্ত। তবে প্রশান্তের বক্তব্যে বেজায় চটেছে জেডিইউ শিবির। 

প্রশান্ত কিশোর দাবি করেন যে, তিনি জেডিইউএর দেওয়া প্রস্তাব নস্যাৎ করেছেন। অন্যদিকে, প্রশান্ত কিশোরের এই দাবিকে নস্যাৎ করে জেডিইউ প্রশান্ত কিশোর সম্পর্কে বলছে, ‘ আমরা জানি প্রশান্ত কিশোর বিজেপির জন্য কিছুদিন কাজ করেছেন। বিজেপির একজন এজেন্ট সম্প্রতি ধরা পড়েছে মেজিস্ট্রেট চেকিংয়ে।’ এই বক্তব্য জেডিইউএর বর্তমান প্রধান রাজীব রঞ্জন সিংয়ের। তিনি বলছেন, ‘বিজেপি বিহারে ষড়যন্ত্র করছে। এর আগে আরসিপি সিং, এখন প্রশান্ত কিশোরকে ব্যবহার করে। আমরাও নজর রাখছি। এই নক্সা বেশিদিন চলবেনা'। সমুদ্রে আছড়ে পড়বে দানবীয় 'টাইফুন নানমাডোল'! অশনি সংকেত ঘিরে জাপানে তৎপরতা

প্রসঙ্গত, আগামী মাসেই ‘জন সূরজ’ নামে এক পদযাত্রা শুরু করতে চলেছেন প্রশান্ত কিশোর। ৩,৫০০ কিলোমিটার রাস্তা সেই পদযাত্রার আওতায় তিনি পূর্ণ করবেন। তার আগে, সদ্য নীতীশের সঙ্গে প্রশান্তের বৈঠক হয়ছে বলে জানা গিয়েছে। তারপরই শুরু হয়ে গিয়েছে তোলপাড়। যদিও নীতীশ কুমার জানিয়েছিলেন, সেভাবে কোনও কথা হয়নি, তবে প্রশান্ত কিশোরের দাবি, তিনি জেডিইউএর ‘অফার’ নস্যাৎ করেছেন। রাজীব রঞ্জন সিংয়ের দাবি, প্রশান্তই নীতীশের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন বিহারের নতুন রাজনৈতিক আঙিনার নিরিখে। প্রসঙ্গত, সদ্য বিহারে বিজেপির হাত ছেড়ে নীতীশের জেডিইউ হাত ধরেছে আরজেডির। আর প্রশান্তের সঙ্গে নীতীশের বৈঠক নিয়ে রাজীব রঞ্জন সিং বলছেন, ‘কেউ কেন তাঁকে কোনও অফার দিতে যাবে?'

বন্ধ করুন