মল্লিকা সোনি
এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। মন্ত্রী সুয়েল্লা ব্রাভেরম্যানকে বরখাস্ত করার পরে এবার অনাস্থার চিঠি পেলেন ঋষি সুনক। আন্দ্রিয়া জেনকিন্স নামে এক এমপি লিখেছেন এক্স হ্যান্ডেলে, অনেক হয়েছে। আমি ১৯২২ কমিটির চেয়ারম্য়ানকে চিঠি দিয়েছি।এবার ঋষি সুনককে যেতেই হবে। এবার সত্যিকারের কনসার্ভেটিভ পার্টির নেতাকে সামনে আনতে হবে। প্রসঙ্গত গত ১৩ নভেম্বর মন্ত্রিসভায় রদবদল করা হয়েছিল। তারপরই এল অনাস্থার চিঠি।
ঋষি সুনককে বদলানো কি সম্ভব?
তাঁর দলের ১৫ শতাংশ এমপি যদি চিঠি দিয়ে জানান তাঁরা নেতার বদল চান তবে হতে পারে।
ঋষি সুনকের বিরুদ্ধে এই ধরনের অনাস্থা আনার পেছনে আসল কারণটা কী?
এর আগে সুয়েলা ব্রাভেরম্যান পুলিশকে সমালোচনা করেছিলেন। তারপর তাঁকে কার্যত সরিয়ে দেওয়া হয়। এরপর ঋষি সুনক প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্য়ামেরনকে বিদেশমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনেন। এরপর থেকেই নানা কথা শুরু হচ্ছিল।
এদিকে এইসব ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে জোর শোরগোল পড়ে যায়। এদিকে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলাকে ঘিরে নানা সময়ই বিতর্ক দানা বাঁধে। তিনি সম্প্রতি একটি লেখার মাধ্য়মে ইউকে পুলিশের সমালোচনা করেছিলেন। তাঁর মতে, দক্ষিণপন্থী প্রতিবাদকারীদের প্রতি পুলিশ কড়া মনোভাব দেখায়। আর প্রো প্য়ালেস্তিনিয়ান আন্দোলনকারীদের প্রতি তারা নরম মনোভাব দেখায়।
এদিকে মন্ত্রিসভার রদবদলের জেরে ইউকের পরিবেশ সচিব থেরেসে কফিও পদ থেকে সরে দাঁড়ান।
এই যে মন্ত্রিসভার রদবদল নিয়ে ঠিক কী বলেছিলেন ঋষি সুনক?
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক মন্ত্রিসভার এই রদবদল নিয়ে ঠিক কী জানিয়েছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, আমরা আজ একটি সম্পূর্ণ টিম তৈরি করেছি। দীর্ঘকালীন ক্ষেত্রে দেশের উন্নতির জন্য় এটা করা দরকার ছিল। পেশাদারিত্ব, ঐক্যবদ্ধতা ও অভিজ্ঞতা, এই টিম আমাদের মহান দেশের জন্য় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এটা খুব সহজ ব্যাপার নয়।