বাংলা নিউজ > ঘরে বাইরে > Bharatmala Project: ভারতমালা নিয়ে নতুন করে দায় নেওয়ার দরকার নেই, জাতীয় সড়ক নিয়ে বড় বার্তা মন্ত্রকের

Bharatmala Project: ভারতমালা নিয়ে নতুন করে দায় নেওয়ার দরকার নেই, জাতীয় সড়ক নিয়ে বড় বার্তা মন্ত্রকের

জাতীয় সড়ক নিয়ে বড় সিদ্ধান্ত। প্রতীকী ছবি ফাইল ছবি: টুইটার  (Twitter)

এই ঘোষণার জেরে প্রায় ৮,০০০ কিমি জাতীয় সড়কের উন্নয়নের ক্ষেত্রেও নতুন করে সংশয় তৈরি হচ্ছে।

ভারতমালা প্রোগ্রামের আওতায় আর নতুন করে কোনও প্রজেক্ট এখনই নেই। যাবতীয় ধোঁয়াশা দূর করে দিল অর্থমন্ত্রক। সেই সঙ্গেই নতুন করে সংশয়েরও জন্ম দিল। অর্থমন্ত্রকের তরফে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রককে জানানো হয়েছে, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া নতুন করে আর এই প্রকল্পের আওতায় কাজ হাতে নেওয়া হবে না। সেই সঙ্গেই এই প্রকল্পের আওতায় নতুন করে কোনও দায় না নেওয়ার কথাও বলা হয়েছে। 

এদিকে এই ঘোষণার জেরে প্রায় ৮,০০০ কিমি জাতীয় সড়কের উন্নয়নের ক্ষেত্রেও নতুন করে সংশয় তৈরি হচ্ছে। 

এদিকে অর্থমন্ত্রকের এই বক্তব্যের পরেই NHAI, NHIDCL সহ একাধিক বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে। নতুন করে যাতে কোনও কাজ হাতে না নেওয়া হয় সেটা বলা হয়েছে। এক্ষেত্রে এই কাজের মধ্যে রাস্তার জন্য জমি অধিগ্রহণ করা, রাস্তা তৈরির জন্য আগাম পরিকাঠামো তৈরির ব্যাপারগুলিও রয়েছে। 
এদিকে সূত্রের খবর ভারতমালা প্রকল্পের জন্য মন্ত্রিসভা ৫.৩ লাখ টাকা অনুমোদন করেছে। আর এর জন্য় খরচ ধরা হয়েছে ১০.৬ লাখ কোটি টাকা। কিন্তু পরিবর্তিত খরচটা নিয়ে এখনও অনুমোদন কিছু হয়নি। এনিয়ে একাধিক মন্ত্রকের মধ্যে কথাবার্তা হচ্ছে। 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সব মিলিয়ে ভারতমালা প্রকল্পের জন্য ২০১৭ সালে ৩৪,৮০০ কিমি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত ২৬,৫০০ কিমি রাস্তার টেন্ডার হয়েছে। 

এদিকে একাধিক কারণে এই সড়ক তৈরির ক্ষেত্রে খরচ ক্রমশ বেড়েছে। মূলত জমি অধিগ্রহণের জন্য় প্রচুর খরচ হয়ে যায়। সেই সঙ্গে যে জায়গার উপর দিয়ে রাস্তা যায় তার ভূভাগের উপর খরচ অনেকাংশ নির্ভর করে। বহু জায়গায় রাস্তা তৈরির জন্য পরিকাঠামোর উন্নয়ন করতে হয়। 

এদিকে সূত্রের খবর, সরকার ইতিমধ্য়েই এপ্রিল থেকে অক্টোবরের মধ্য়ে ২৫৯৫ কিমি জাতীয় সড়ক তৈরি ও সম্প্রাসারনের উদ্যোগ নিয়েছে। গত বছর এই সময়কালের মধ্য়ে ৫০০৭ কিমি জাতীয় সড়ক সম্প্রসারণ ও নির্মাণ করা হয়েছিল। 

তবে বর্তমানে যে অংশে রাস্তার কাজ হচ্ছে সেখানে যাতে ফান্ডের কোনও সমস্য়া না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। 

ঘরে বাইরে খবর

Latest News

‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.