উত্তর ভারত বনাম দক্ষিণ ভারত। এটা একেবারে চিরাচরিত একটা বিতর্ক। তবে এবার এসেছে দক্ষিণ কর ইস্যু। কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলে এবার কার্যত হাত ধরাধরি করে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় সরকার কর সংক্রান্ত ব্যাপারে বঞ্চনার মূল্যায়ন করছে বলে অভিযোগ তোলা হয়েছে।
দক্ষিণের নেতাদের দাবি, উত্তরপ্রদেশে কেন্দ্রকে যে এক টাকা করে কর দেয় তার বিনিময়ে ২.৭৩ টাকা করে পায়। বিহার এক্ষেত্রে ৭.০৬ টাকা করে পায়। তবে এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অর্থ কমিশনের কাছ থেকে সুপারিশ অনুসারেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণভারতের একাধিক নেতার দাবি, তারা অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলি ঠিকঠাক দেখাশোনা করেন।
জনসংখ্য়ার নিয়ন্ত্রণেও তারা যথেষ্ট বড় সাফল্য পেয়েছে।
এদিকে দক্ষিণ ভারত ও উত্তর ভারতে কর সংক্রান্ত একটা বৈষম্যের অভিযোগ বার বারই উঠছে। সম্প্রতি কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক ও তামিলনাড়ুর প্রাক্তন অর্থমন্ত্রী পালানিভেল থাইগারাজন এই কর সংক্রান্ত বৈষম্যের কথা আগেই উল্লেখ করেছিলেন। এমনকী তেলেঙ্গানার প্রাক্তন মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সাফ জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রীয় বিষয়টিকে মাথায় রেখে সংবিধানকে ফের লেখা দরকার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যেদিন কেন্দ্রীয় বাজেট লেখা হয়েছিল সেদিনই তিনি একথা জানিয়েছিলেন।
এদিকে গত ৯ ফেব্রুয়ারি কর্ণাটকের মুখ্য়মন্ত্রী সিদ্ধারামাইয়া মোদীর কথা উল্লেখ করে জানিয়েছিলেন, গুজরাট কেন্দ্রীয় সরকারকে ৬০,০০০ কোটি টাকা দিচ্ছে। তার মধ্য়ে কত টাকা ফিরে আসবে?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এবার আরও একটু পেছন ফিরে তাকানো যাক। ২০১২ সালে সেই সময় কেন্দ্রীয় সরকারে ছিল কংগ্রেস। তব সিদ্ধারামাইয়ারে দাবি এই যে কর সংক্রান্ত, পাওনা সংক্রান্ত বৈষম্য এটা নতুন কিছু নয়। এটা অনেক দিনের পুরনো।
এদিকে পিনারাই বিজয়নের নেতৃত্বে কেরল সরকারও দিল্লিতে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কর্ণাটকের তরফেও যন্তরমন্তরে এনিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কেরলের তরফে দাবি করা হয়েছিল জিএসটি ও কর সংক্রান্ত ইস্যুতেও নানা ধরনের বৈষম্য রয়েছে উত্তর ও দক্ষিণের মধ্য়ে।
এদিকে এর আগে রাষ্ট্রপতির ধন্য়বাদ জ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, যদি দেহের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে দেহের অন্য় অংশটিতেও তার প্রভাব পড়ে। এক ভারত এই তত্ত্বের উপরেও জোর দেন তিনি।