শুভব্রত মুখার্জি:- বাবা জসপ্রীত বুমরাহ। মা সঞ্জনা গণেশন। দুজনেই ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এই মুহূর্তে ভারত তো বটেই বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন তিনি। ভারত আসন্ন টি-২০ বিশ্বকাপ জিতবে কি জিতবে না তা অনেকটাই নির্ভর করছে বুমরাহর বল হাতে পারফরম্যান্সের উপরে। মা সঞ্জনা গণেশন দীর্ঘদিন টিভিতে অফিসিয়াল ব্রডকাস্টারদের হয়ে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। এই কাজের সূত্রেই জসপ্রীতের সঙ্গে পরিচয়, প্রেম এবং একদম শেষে পরিণয়। এর পরপরেই ভূমিষ্ঠ হয় তাদের সন্তান অঙ্গদ। ছোট্ট অঙ্গদ ক্রিকেট ঠিক কতটা বোঝেন বা আদৌও বোঝেন কিনা জানা নেই। তবে ম্যাচের পাশাপাশি বাবার খেলা উপভোগ করতে মায়ের সঙ্গে স্টেডিয়ামে প্রথমবার উপস্থিত হয় সে।
সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স দল মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ দলের। সেই ম্যাচে বুমরাহ পত্নী সঞ্জনা তাদের সন্তান অঙ্গদকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হন। ক্রিকেট স্টেডিয়ামে এই দিন প্রথমবার পা রাখে ছোট্ট অঙ্গদ। পাশাপাশি এই দিনটা বুমরাহ পরিবারের কাছেও ছিল খুব স্পেশাল একটা দিন। কারণ এই দিনটা ছিল অঙ্গদের মা অর্থাৎ জসপ্রীত বুমরাহর স্ত্রী সঞ্জনার জন্মদিন। সেই জন্মদিনটাই তাঁরা সেলিব্রেট করলেন মাঠে উপস্থিত হয়ে।
আরও পড়ুন… IPL 2024: CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার
পাশাপাশি এদিন জন্মদিনের সেরা পুরস্কারটাও পেলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স দল। আর তা মাঠে থেকে চাক্ষুষ করলেন সঞ্জনা এবং ছোট্ট অঙ্গদ। বাবার কাছে 'লাকি চার্ম' ও বলা চলে অঙ্গদকে। জীবনে প্রথমবার মাঠে উপস্থিত হল, আর প্রথম ম্যাচেই বাবার দল যাদের এই বছরে পারফরম্যান্স খুব খারাপ তারা পেল এক দুরন্ত জয়।
আরও পড়ুন… IPL 2024: মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ কী নিয়ে বললেন হার্দিক
মায়ের কোলে বসেই ম্যাচ উপভোগ করে অঙ্গজ। তার গায়ে ছিল আবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি। পরনে ছিল সাদা রঙের প্যান্ট। ম্যাচ জয়ের পর স্ত্রী সঞ্জনার উদ্দেশ্যে একটি হৃদয়স্পর্শী বার্তাও দিলেন বুমরাহ। বুমরাহ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিখলেন, ‘শুভ জন্মদিন জানাই আমার কাছের মানুষকে। যে আমাকে মানুষ হিসেবে সম্পূর্ণ করেছে। সে যদি আমার পাশে থাকা তাহলে আমার পৃথিবী অপূর্ব সুন্দর হয়ে ওঠে। অঙ্গদ এবং আমি তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের তরফ থেকে তোমার প্রতি রইল অনেক ভালোবাসা এবং আলিঙ্গন।’ এই পোস্টের উত্তরে একটি লাল রঙের হৃদয়ের ছবির ইমোজি ব্যবহার করেন সঞ্জনা। জসপ্রীত বুমরাহর প্রতি এবং তাঁর দেওয়া হৃদয়স্পর্শী বার্তার প্রতি ভালোবাসা জানান সঞ্জনা গণেশন।