বদল এল ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর টাকা তোলার নিয়মে। সেই সঙ্গে ন্যূনতম বয়সের সীমাতেও পরিবর্তন আনল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)।
এর ফলে আগের তুলনায় আরও বেশি বয়সে ন্যাশনাল পেনশন সিস্টেমের জন্য নিজের নাম নথিভুক্ত করা যাবে। এছাড়া টাকার অঙ্ক হিসেবে বিমা সংস্থা থেকে অ্যানুইটি কেনার যে নিয়ম ছিল, সেক্ষেত্রেও পরিবর্তন এনেছে পিএফআরডিএ (PFRDA)
টাকা তোলার ক্ষেত্রে নিয়ম
এতদিন পর্যন্ত নিয়ম
এতদিন এনপিএস-এ নিয়ম ছিল যে অবসরের সময়ে প্রাপ্য টাকা ২ লক্ষ টাকার অধিক হলে সেক্ষেত্রে বিমা সংস্থার থেকে একটি অ্যানুইটি কিনতে হবে। এই অ্যানুইটি কেনা আবশ্যিক ছিল।
নতুন নিয়ম
এবার থেকে ৫ লক্ষ টাকার কম পেনশন কর্পাস হলে সেক্ষেত্রে আর এই অ্যানুইটি কিনতে হবে না। এমনিই সম্পূর্ণ টাকাটা তোলা যাবে। অর্থাত্ কিছুটা ছাড় দেওয়া হল এই স্কিমের গ্রাহকদের।
বয়সের ক্ষেত্রে পরিবর্তন
এতদিন ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) -এ এন্ট্রির ক্ষেত্রে সর্বাধিক বয়স ছিল ৬৫ বছর।এবার সেই বয়সের সীমা বাড়িয়ে ৭০ বছর করা হল। এদিকে বাড়ানে হয়েছে এগজিটের বয়সসীমাও। বাড়িয়ে ৭৫ বছর করা হয়েছে।