Amritpal Singh:'৮০ হাজার পুলিশকর্মী কী করছিলেন?' অমৃতপাল কাণ্ডে প্রশ্ন কোর্টের, খালিস্তানি নেতার বিরুদ্ধে লাগু এনএসএ
Updated: 21 Mar 2023, 03:10 PM ISTএদিকে সোমবারই অমৃতপাল সিংয়ের কাকা ও গাড়ির চালক আত... more
এদিকে সোমবারই অমৃতপাল সিংয়ের কাকা ও গাড়ির চালক আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। অমৃতপাল সিংয়ের বাবা পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে জানিয়েছেন, তাঁর ছেলেকে অনৈতিকভাবে আটক করার চেষ্টা করেছে পুলিশ। অন্যদিকে, পাঞ্জাব সরকার মঙ্গলবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে জানিয়েছে, ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট’ লাগু করা হচ্ছে পলাতক অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে।
‘আপনাদের কাছে ৮০ হাজার পুলিশ কর্মী ছিলেন, তাঁরা কী করছিলেন?’ পঞ্জাবে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের পুলিশি ঘেরাটোপ থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় এই বার্তাই দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। কোর্ট সাফ বার্তায় জানিয়েছে, এই ঘটনা গোয়েন্দাদের ব্যর্থতা। প্রসঙ্গত, স্বঘোষিত ধর্মগুরু খালিস্তানপন্থী অমৃত পাল সিং আজ ৪ দিন ধরে অধরা। পুলিশ গ্রেফতার করতে গেলেও তিনি পালিয়ে যান, ও পরে পুলিশ তাঁকে ধরতে পারেনি বলে জানা গিয়েছে। (Reuters file photo)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি