বাংলা নিউজ > ঘরে বাইরে > Odisha HS Result 2021: আজ প্রকাশিত হবে ওড়িশার ২ বিভাগের উচ্চ মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন?

Odisha HS Result 2021: আজ প্রকাশিত হবে ওড়িশার ২ বিভাগের উচ্চ মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন?

আজ (শনিবার) প্রকাশিত হতে চলেছে ওড়িশার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

তবে কলা বিভাগ এবং ভোকেশনাল স্টাডিজের ফলের বিষয়ে কিছু জানানো হয়নি।

আজ (শনিবার) প্রকাশিত হতে চলেছে ওড়িশার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সন্ধ্যায় বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের ফল ঘোষণা করবে ওড়িশার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে কলা বিভাগ এবং ভোকেশনাল স্টাডিজের ফলাফল কবে প্রকাশিত হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

করোনাভাইরাসের জন্য সিবিএসই এবং অন্যান্য রাজ্যের বোর্ডের মতো ওড়িশারও দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে যায়। বিকল্প পদ্ধতিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়েছে। বিবেচনা করা হয়েছে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ওড়িশার উচ্চশিক্ষা সচিব শাশ্বত মিশ্র জানিয়েছেন, ৩.৫ লাখের বেশি পড়ুয়ার ফলাফল সংসদের ওয়বসাইটে প্রকাশিত হবে। chseodisha.nic.in/ এবং orissaresults.nic.in-সহ একাধিক ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পড়ুয়ারা। 

বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, যে পড়ুয়ারা বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরে ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যা ওড়িশায় করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে। 

তবে কলা বিভাগ এবং ভোকেশনাল স্টাডিজের ফলাফল শনিবার প্রকাশিত হবে না। ওই দুই বিভাগের ফলাফল প্রকাশের জন্য আরও কিছুটা সময চেয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে ওড়িশা সরকার যে দুই বিভাগের ফলাফল অগস্টে প্রকাশিত হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন?

১) orissaresults.nic.in সাইটে যেতে হবে।

২) 'Class 12 results' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।

৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।

বন্ধ করুন