বাংলা নিউজ > ঘরে বাইরে > Opposition alliance: বিরোধীদের নয়া জোট, ফ্রন্টের সম্ভাব্য নাম কী হচ্ছে? মমতার বলা সেই ‘শব্দটা’ থাকতে পারে…

Opposition alliance: বিরোধীদের নয়া জোট, ফ্রন্টের সম্ভাব্য নাম কী হচ্ছে? মমতার বলা সেই ‘শব্দটা’ থাকতে পারে…

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  (PTI Photo) (PTI)

সবথেকে বড় কথা আসন সমঝোতা কীভাবে হবে? কারণ রাজ্যভেদে রাজনৈতিক সমীকরণ ভিন্ন ধরণের। সেক্ষেত্রে কীভাবে সার্বিকভাবে সিদ্ধান্তে আসা যে কঠিন সেটাও মানছেন অনেকেই।

অনির্বান গুহ রায়

বিজেপির বিরুদ্ধে  বিরোধী জোটে শান দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু বলুন তো এই বিরোধী জোটের নাম কী হতে পারে? সূত্রের খবর, এই প্রস্তাবিত ফ্রন্টের নাম হতে পারে প্যাট্রিয়টিক ডেমোক্র্যাটিট অ্য়ালায়েন্স। সংক্ষেপে পিডিএ। আগামী মাসে শিমলাতে যে মিটিং হবে সেখানে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর। 

সিপিআই জেনারেল সেক্রেটারি ডি রাজা কর্মীদের সঙ্গে আলোচনা করার সময় এনিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন বলে খবর।

তিনি জানিয়েছেন,  আগামী ১০-১২ জুলাই শিমলাতে এনিয়ে মিটিং হবে। তখন এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে হিন্দুস্তান টাইমসকে ডি রাজা জানিয়েছেন, এই জোটের নাম হতে পারে PDA, তবে এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে নতুন এই জোটের নাম হতে প্যাট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। তবে ডি রাজা জানিয়েছেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হল এনডিএকে পরাজিত করা। আর সমস্ত বিরোধী দলের এনিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। 

ডি রাজা জানিয়েছেন, এই নতুন ফ্রন্টে ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন থাকবে। সেকারণেই এই নতুন ফ্রন্টের এই নাম দেওয়া হতে পারে। তামিলনাড়ুতে সেকুলার ডেমোক্র্যাটিক ফ্রন্ট আছে, বিহারে মহাগঠবন্ধন আছে। এবার আমাদের একটা মহা বিরোধী জোট তৈরি হচ্ছে।  তিনি বলেন, ২০০৪ সালে কংগ্রেস, বামেরা, অন্যান্য আঞ্চলিক দল ইউপিএ তৈরি করেছিল। 

প্রসঙ্গত সেদিন মিটিং শেষ করেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের বিরোধী বলবেন না আমরা দেশপ্রেমিক। 

আর সেই দেশভক্তদের গণতান্ত্রিক জোট। এরকমভাবেই পরিচিতি পেতে পারে এই নয়া জোট। হিন্দুস্তান টাইমস বাংলায় মিটিংয়ের দিনই এই সংবাদ প্রকাশিত হয়েছিল। 

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পিডিএ নামে সীলমোহর দেওয়ার জন্য ইতিমধ্য়েই সব দিক নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আরজেডির একাধিক নেতার দাবি, নতুন ফ্রন্টের নাম নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। তবে এনিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিমলা মিটিংয়ের পরে এনিয়ে চূডান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রস্তাবিত ফ্রন্টের নাম কী হবে, এখানে কমন মিনিমাম প্রোগ্রাম কী হবে তা নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা হচ্ছে। 

তবে সবথেকে বড় কথা আসন সমঝোতা কীভাবে হবে? কারণ রাজ্যভেদে রাজনৈতিক সমীকরণ ভিন্ন ধরণের। সেক্ষেত্রে কীভাবে সার্বিকভাবে সিদ্ধান্তে আসা যে কঠিন সেটাও মানছেন অনেকেই।   

 

পরবর্তী খবর

Latest News

এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.