বাংলা নিউজ > ঘরে বাইরে > Pegasus Spyware: ২৯টি ডিভাইস খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা পেগাসাস প্যানেলের

Pegasus Spyware: ২৯টি ডিভাইস খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা পেগাসাস প্যানেলের

পেগাসাস সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে (REUTERS)

পেগাসাস সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রভেন্দ্রনের নেতৃত্বে প্যানেল এই রিপোর্ট জমা দিয়েছে এক সপ্তাহ আগে।

দীক্ষা ভরদ্বাজ

গতবছর বাদল অধিবেশনের আগে প্রকাশ্যে এসেছিল পেগাসাস ইস্যুটি। এই ঘটনা সামনে আসার পর প্রায় এক বছর কেটে গিয়েছে। এই ঘটনা নিয়ে একবছর আগে শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। এখন অবস্য এই ইস্যু নিয়ে ততটা হইচই নেই। তবে গতবছর সংসদে এই নিয়ে ঝড় তুলেছিলেন বিরোধীরা। মামলা গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। এরপরই ঘটনা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি টেকনিকাল কমিটি গঠন করে রিপোর্ট জমা দিতে বলেছিল। পেগাসাস ‘আক্রান্ত’দের ফোন নিয়ে এই অভিযোগের সত্যতা যাচাই করা ছিল এই প্যানেলর কাজ। এক সপ্তাহ আগে সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে বলে দাবি করা হয়েছে হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্টে।

এদিকে জমা পড়া প্রতিবেদনের বিষয়বস্তু গোপনীয় রাখা হয়েছে। মামলার শুনানির পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করেনি সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা এবং বিচারপতি সূর্য কান্ত এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের সামনে মামলাটি ১২ অগস্ট তালিকাভুক্ত করা হতে পারে। জানা গিয়েছে সুপ্রিম কোর্টের গঠিত প্যানেল মোট ২৯টি ডিভাইস পরীক্ষা করে দেখেছেন।

আরও পড়ুন: আধারের কোনও ব্যক্তিগত তথ্য কি ফাঁস হয়েছে? সংসদে জবাব দিলেন অশ্বিনী বৈষ্ণো

অভিযোগ উঠেছিল যে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দেশের বিভিন্ন বিরোধী রাজনীতিকদের ফোন হ্যাক করা হয় পেগাসাস দিয়ে। একটি রিপোর্টে দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছিল যেখানে সম্ভাব্য পেগাসাস ‘আক্রান্তদের’ নাম ছিল। এরপরই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রভেন্দ্রনের নেতৃত্বে প্যানেল গঠন করে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের গঠিত এই প্যানেলে রয়েছেন গান্ধীনগরের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ডিন নবীন কুমার চৌধুরী, কেরলের অমৃতা বিশ্ব বিদ্যাপীঠমের অধ্যাপক প্রবাহারন পি এবং আইআইটি বোম্বের ইনস্টিটিউট চেয়ার অ্যাসোসিয়েট প্রফেসর অশ্বিন অনিল গুমাস্তে।

আরও পড়ুন: PhonePe-র QR কোড জ্বালিয়ে দিচ্ছেন Paytm কর্মীরা! পুলিশে দায়ের অভিযোগ

অভিযোগ উঠেছিল, ‘মিলিটারি গ্রেড’ স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতা সাংবাদিক, সমাজকর্মীদের ফোন হ্যাক করেছে সরকার। উল্লেখ্য, এর আগে ফ্রান্স-ভিত্তিক সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম গত বছর ৫০ হাজার নম্বরের একটি তালিকা ফাঁস করেছিল। দাবি করা হয়েছিল, এই ৫০ হাজার ব্যক্তির উপর এনএসও গ্রুপ নজরদারির চালিয়েছিল তাদের ক্লায়েন্টদের জন্য। উল্লেখ্য, যাঁদের ফোনে পেগাসাস ইনস্টল করে নজরদারি চালানো হয়েছিল বলে তালিকায় দাবি করা হয়েছিল, তাঁদের মধ্যে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবেরও নাম ছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বিহারে দশমীর ভোরে গুলি, পুজো মণ্ডপের কাছেই রক্তাক্ত চার যুবক ‘মুখ্যমন্ত্রী তো উৎসবে! আমরা রান্না করিনি বাড়িতে,’ অরন্ধনে নির্যাতিতার পরিবার সম্পত্তির লোভে বাবা–মাকে খুন! দুর্গাপুরে অভিযুক্ত ছেলে–বৌমাকে আটক করল পুলিশ ভাঁড়ে জমানো টাকা জুনিয়র ডাক্তারদের দিল খুদে! অনশন ভাঙার পরে খেতে বলল সেটা দিয়ে বিয়ের পর প্রথম পুজো, বিজয়ায় সিঁদুরে রাঙা দর্শনা, বাছলেন টুকটুকে লাল শাড়ি চার-ছক্কায় সর্বাধিক রান, বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়ে বিশ্বরেকর্ড ভারতের বড় ডিজাইনাররাও ‘বহিরগত’দের পোশাক দেন না! বলিউড নিয়ে আর কী ক্ষোভ জানলেন মীরা? মায়ানগরীতেই লিভ ইনে বাবা! মাকে নিয়ে সারা-জারা মুম্বই যেতে, কী প্রতিক্রিয়া যিশুর 'ডিএনএ পরীক্ষায় ৫০০ বছরের রহস্য ভেদ', স্পেনের সেভিলেই শায়িত রয়েছেন কলম্বাস! রামবাম জোট, সুবিধাবাদী রাজনীতি, মোদীকে চিঠি লিখতেই ডাক্তারদের আক্রমণ কুণালের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.