বাংলা নিউজ > ঘরে বাইরে > MLA-MPদের সিসি ক্যামেরায় নজরদারি করা হোক, মোবাইলে ফুটেজ দেখবে জনতা, আজব আবদার শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

MLA-MPদের সিসি ক্যামেরায় নজরদারি করা হোক, মোবাইলে ফুটেজ দেখবে জনতা, আজব আবদার শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

নতুন ও পুরনো সংসদ ভবন।  (Rahul Singh)

সুরিন্দ্র কুমার নামে এক ব্যক্তি এই আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই আবেদনের জবাবে প্রধান বিচারপতি জানিয়েছেন, একজন এমএলএ বা এমপিকে কীভাবে ডিজিটাল মাধ্য়মে নিয়ন্ত্রণ করব? MLA, MP-দেরও প্রাইভেসি রক্ষার অধিকার রয়েছে।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এক ব্যক্তি শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিলেন যাতে এমন কোনও নির্দেশ দেওয়া যায় যে সমস্ত এমপি ও এমএলএদেরর উপর ডিজিটাল পদ্ধতির মাধ্য়মে নিয়ন্ত্রণ করা  হয়। প্রধান বিচারপতি জানিয়েছেন, সেই ব্যক্তির উপর জরিমানা আরোপ করার বিষয়টি থেকে আমি শেষ পর্যন্ত নিজেকে সংযত রেখেছি। প্রধানবিচারপতি জানিয়েছেন, আমরা কি এমপি ও এমএলদের কাঁধে একটা করে মাইক্রোচিপ আটকে রেখে দেব? 

তবে আদালতের তরফে শেষ পর্যন্ত ওই অনুরোধ বাতিল করা হয়েছে ও এই ধরনের অনুরোধ নিয়ে তাঁরা যাতে আর আদালতে না আনেন সেব্যাপারে তাঁদের সতর্ক করা হয়েছে। 

সুরিন্দ্র কুমার নামে এক ব্যক্তি এই আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই আবেদনের জবাবে প্রধান বিচারপতি জানিয়েছেন, একজন এমএলএ বা এমপিকে কীভাবে ডিজিটাল মাধ্য়মে নিয়ন্ত্রণ করব? MLA, MP-দেরও প্রাইভেসি রক্ষার অধিকার রয়েছে। তাদের সেই অধিকারে আমরা হস্তক্ষেপ কীভাবে করব? আগামী দিনে যেন এই ধরনের পিটিশন না আসে সেটা দেখা দরকার। 

এদিকে এই মামলার শুনানির প্রথমেই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, জনগণের সময় নষ্ট করার জন্য় এবার কিন্তু ৫ লাখ টাকা জরিমানা আরোপ করব। এরপর কুন্দ্রা বলেন, আমাকে মাত্র ১৫ মিনিট সময় দিন। আমি সবটা বলছি। এরপর সংবিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, এমএলএ আর এমপিরা এমনভাবে ব্যবহার করেন যেন মনে হচ্ছে তাঁরা সব শাসক। তিনি বলেন, তাঁরা যেখানে যাচ্ছেন যেখানে থাকছেন সেখানে সব সময় সিসি ক্যামেরা যুক্ত করতে হবে। তাদের উপর ২৪ ঘণ্টা নজরদারি করা দরকার। সমস্ত নাগরিকদের মোবাইল ফোনে সেই ফুটেজ আসা দরকার। আবেদন ওই আবেদনকারীর। এই কথা শোনার পরেই প্রধান বিচারপতি তাঁকে থামিয়ে দেন। তখনও ১৫ মিনিট সময় শেষ হয়নি। 

এরপরই প্রধান বিচারপতি ওই আবেদন বাতিল করে দেন। আর যাতে কোনও দিন তিনি আদালতের সময় নষ্ট না করেন সেব্যাপারে তিনি সতর্ক করে দেন। তবে তিনি জরিমানা আরোপ করেননি।  

আজব আবদার করেছিলেন ওই ব্যক্তি। ডিজিটালি এমএলএ, এমপিদের নজরদারি করার জন্য় আবেদন করেছিলেন তিনি। কিন্তু এই আবেদন একেবারেই মানতে চায়নি আদালত। আদালত সেই আবেদন নাকচ করে দিয়েছে। পাশাপাশি ওই আবেদনকারীকেও সতর্ক করে দেওয়া হয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

Skin Care: এই ফল চিবোলেই দৌড়োবে মুখের বলিরেখা, খেয়ে দেখুন তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, তারই মাঝে নীলাঞ্জনা বললেন ‘আমি ভালো নই হয়ত…’ T20তে ৩০০ নয়! টেস্টে একদিনে ৪০০ করার টার্গেট গৌতির! চোখে সরষে ফুল দেখছে কিউয়িরা… সলমনের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় মুনাওয়ার ফারুকি!হুমকি পেলেন কমেডিয়ান ধোনির জন্য নয়! IPL-এ এমনিই ফিরেছে বাতিল আনক্যাপড প্লেয়ার রুল! বলছেন চেয়ারম্যান… বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস 'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, 'মা'য়ের থেকে কী চাইলেন? শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের হাতে পর্যুদস্ত! জাদেজা-অশ্বিনে বাড়তি সতর্ক কিউয়িরা 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.