গুগল প্লে স্টোরকে টেক্কা দিতে এবার নয়া প্লে স্টোর চালু করল ফোনপে (PhonePe)। বুধবার স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা, প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের উপস্থিতিতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে সেই 'ইন্দাস' অ্যাপ স্টোর বাজারে আনার কথা ঘোষণা করা হয়। ফোনপে'র তরফে জানানো হয়েছে, ওই প্লে স্টোরে দু'লাখের বেশি মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম থাকবে। ১২টি ভারতীয় ভাষায় সেই মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম মিলবে বলে ফোনপে'র তরফে দাবি করা হয়েছে। অর্থাৎ ১২টি ভারতীয় ভাষায় মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম খোঁজা যাবে। শুধু তাই নয়, গুগল প্লে স্টোরের সঙ্গে 'প্রতিদ্বন্দ্বিতা করতে' ডেভেলপারদের জন্যও বাড়তি সুবিধা প্রদান করা হচ্ছে। অ্যাপ তালিকাভুক্ত করার জন্য এক বছর কোনও টাকা দিতে হবে না (২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত)।
'ইন্দাস' অ্যাপ স্টোরে কী কী সুবিধা মিলবে?
১) 'ইন্দাস' অ্যাপ স্টোর হল অ্যান্ড্রয়েড নির্ভর। ৪৫টি ক্যাটেগরিতে ২০০,০০০-র বেশি মোবাইল অ্যাপ্লিকেশন এবং মোবাইল গেম ডাউনলোড করতে পারবেন। শুধু তাই নয়, ব্যবহারকারীরা ১২টি ভারতীয় ভাষায় সেই দু'লাখের বেশি মোবাইল অ্যাপ্লিকেশন এবং গেম খুঁজতে পারবেন।
২) ইন্দাস প্লে স্টোরে অ্যাপ তালিকাভুক্ত করার জন্য ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত ডেভেলপারদের কোনও টাকা দিতে হবে না। সেটা পুরোপুরি বিনামূল্যে হবে বলে ফোনপে'র তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে ফোনপে'র তরফে জানানো হয়েছে, ডেভেলপাররা নিজেদের পছন্দ মতো কোনও থার্ড-পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন।
কীভাবে 'ইন্দাস' অ্যাপ স্টোর ডাউনলোড করতে হবে?
ওয়ালমার্টের মালিকাধীন ফিনটেক সংস্থা ফোনপে'র তরফে জানানো হয়েছে যে https://www.indusappstore.com থেকে অ্যান্ড্রয়েড নির্ভর 'ইন্দাস' অ্যাপ স্টোর ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা। বিষয়টি নিয়ে ফোনপে'র সিইও এবং প্রতিষ্ঠাতা সমীর নিগম জানান, 'ইন্দাস' অ্যাপ স্টোর চালু করার ফলে ভারতে যে ডিজিটাল পরিবেশ তৈরি হয়েছে, সেটা আরও শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্যকর প্রতিযোগিতা বাড়বে। সেইসঙ্গে 'ইন্দাস' অ্যাপ স্টোরে ১২টি ভারতীয় ভাষা ব্যবহার করা যাবে। তাই ভারতীয়দের মনে হবে যে তাঁরা নিজেদের ‘বাড়িতেই’ আছেন।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভারতের সবথেকে অ্যাপ ডাউনলোড করা হয়। ফলে সেই বাজার ধরার জন্য বাড়তি জোর দিল ফোনপে। যে সংস্থার নিজস্ব 'পেমেন্ট বিজনেস' তথা ইউপিআই আছে। যা গুগলের জি'পে, পেটিএমের সঙ্গে টক্কর দেয়। সেই পরিস্থিতিতে ফোনপে'র সিইও এবং প্রতিষ্ঠাতা জানিয়েছেন যে স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে চুক্তি করার চেষ্টা করা হচ্ছে, যাতে চলতি বছরের মধ্যেই বেশিরভাগ স্মার্টফোনে সেই 'ইন্দাস' অ্যাপ স্টোর থাকে।