নরেশ গোয়াল, তাঁর স্ত্রী অনিতা এবং প্রাক্তন এয়ারলাইন ডিরেক্টর গৌরাঙ্গ আনন্দ শেঠির বাসভবন ও অফিসে সিবিআইয়ের বিভিন্ন টিম তল্লাশি করতে ছড়িয়ে পড়ে।
1/5কানারা ব্যাঙ্কে ৫৩৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগে জেট এয়ারওয়েজ এবং মুম্বইতে সংস্থার প্রতিষ্ঠাতা নরেশ গোয়ালের অফিস-সহ সাতটি স্থানে তল্লাশি চালাল সিবিআই। শুক্রবার এমনটাই জানিয়েছেন আধিকারিকরা। ফাইল ছবি: মিন্ট (Jet Airways)
2/5নরেশ গোয়াল, তাঁর স্ত্রী অনিতা এবং প্রাক্তন এয়ারলাইন ডিরেক্টর গৌরাঙ্গ আনন্দ শেঠির বাসভবন ও অফিসে সিবিআইয়ের বিভিন্ন টিম তল্লাশি করতে ছড়িয়ে পড়ে। ফাইল ছবি: রয়টার্স (Jet Airways)
3/5CBI কানারা ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে ৫৩৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির একটি নয়া মামলা নথিভুক্ত করেছে। নানা বেনিয়ম-সহ তহবিল অপসারণের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ফাইল ছবি: রয়টার্স (Jet Airways)
4/5জালান কালরক কনসোর্টিয়াম জেট এয়ারওয়েজের বিড জেতার পর সংস্থা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে ছিল। তবে অল্প সময় পার হতেই আবার বিশ বাঁও জলে সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Jet Airways)
5/5ইতিমধ্যেই জেট এয়ারওয়েজের সিইও(মনোনীত) সঞ্জীব কাপুর ইস্তফা দিয়েছেন। ২৮ এপ্রিল ২০২৩-এই তাঁর শেষ দিন ছিল। গত বছর এপ্রিলেই জেট এয়ারওয়েজের CEO হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। ফাইল ছবি: জেট এয়ারওয়েজ (Jet Airways)