বাংলা নিউজ > ঘরে বাইরে > PIA's Bank Accounts freezes: পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার অ্য়াকাউন্ট ফ্রিজ করল FBR, ফ্লাইট কি চলবে? Report

PIA's Bank Accounts freezes: পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার অ্য়াকাউন্ট ফ্রিজ করল FBR, ফ্লাইট কি চলবে? Report

পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্স। প্রতীকী ছবি এএফপি ফাইল ছবি

কর দিতে পারেনি। এবার বড় বিপাকে পড়ল পাকিস্তান আন্তর্জাতিক বিমানসংস্থা( পিআইএ) 

পাকিস্তান ইন্টার ন্যাশানাল এয়ারলাইন্সের ব্যাঙ্ক অ্যাাকউন্ট ফ্রিজ করে দিল এফবিআর অর্থাৎ ফেডেরাল বোর্ড অফ রেভিনিউ। ঠিকঠাক করে কর মেটাতে পারেনি এই অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। বুধবার পিআইএর মুখপাত্র একথা জানিয়েছেন। খবর ডন সংবাদ মাধ্য়ম সূত্রে। তবে সামগ্রিকভাবে কর দিতে পারেনি। এবার বড় বিপাকে পড়ল পাকিস্তান আন্তর্জাতিক বিমানসংস্থা( পিআইএ)। 

মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান জানিয়েছেন, এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট এফবিআরের সঙ্গে যোগাযোগ করছে। তাদের আশা হয়তো তাদের অ্যাকাউন্ট শীঘ্রই খুলে দেওয়া হবে। তবে তিনি জানিয়েছেন, পিআইএ অ্য়াকাউন্ট ফ্রিজ করা হলেও তাদের বিমান যেমন চলছিল তেমনই চলবে। সেখানে বড় কোনও প্রভাব পড়বে না। অন্যান্য কাজকর্মও আগের মতোই চলবে।

সূত্রের খবর, পাকিস্তান ইন্টার ন্যাশানাল এয়ারলাইন্সের বা পিআইএ দাবি করেছে তাদের বকেয়া রয়েছে প্রায় ১.৩ বিলিয়ন।

এদিকে পিআইএর অন্দরেও নানা ডামাডোল চলছে বলে খবর। কর্মচারীরাও বেতন বৃদ্ধির দাবি তুলেছেন বলে খবর। বুধবার তাদের প্রেসিডেন্ট আকিল সিদ্দিকি মিটিং করেন। পিআইএর বোর্ড অফ ডিরেক্টরদের সিদ্ধান্ত খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিমান সংস্থাকে দুভাগে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সংস্থার জেনারেল সেক্রেটারি সফদার আঞ্জুম জানিয়েছেন বিমান সংস্থাকে দুভাগে ভাগ করার প্রস্তাব নাকচ করা হয়েছে মিটিংয়ে। খবর ডন সূত্রে।

মিটিংয়ে কর্মীদের বেতন বৃদ্ধি ও একটা কমিটি তৈরির দাবি করা হয়। এনিয়ে সকলের সঙ্গে কথা বলে আগামী দিনের পরিকল্পনা তৈরির ব্যাপারে বলা হয়েছে। অর্থমন্ত্রী ইশাক দারকে নিয়ে একটি কমিটি তৈরির ব্যাপারেও বলা হয়েছে।

 

বন্ধ করুন