বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi's Speech to Indian diaspora: ‘যেন শেষপাতে মিষ্টি খেলাম…’, প্রবাসী ভারতীয়দের সভাকে ‘মিনি ভারত’ সম্বোধন মোদীর

Modi's Speech to Indian diaspora: ‘যেন শেষপাতে মিষ্টি খেলাম…’, প্রবাসী ভারতীয়দের সভাকে ‘মিনি ভারত’ সম্বোধন মোদীর

প্রবাসী ভারতীয়দের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PTI)

Narendra Modi's Speech: ভারতের প্রধানমন্ত্রী গতকাল সভাস্থলে ঢুকতেই 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দেমাতরম' স্লোগান উঠতে শুরু করে। এই সভাকে মোদী ‘মিনি ভারত’ বলে সম্বোধন করেন।  

তিনদিনের সফর শেষে আমেরিকা ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুক থেকে তিনি মিশরের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে তার আগে আমেরিকায় নিজের শেষ কর্মসূচিতে ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। ওয়াশিংটন ডিসি-র রোনাল্ড রেগান ভবনে এই ভাষণ দেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী সেখানে প্রবেশ করতেই 'ভারত মাতা কি জয়' এবং 'বন্দেমাতরম' স্লোগান উঠতে শুরু করে। অনুষঠানের শুরুতেই জনপ্রিয় গায়ক মেরি মিলবেন ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। মঞ্চেই তিনি মোদীর পা ছুঁতে ঝুঁকে পড়েছিলেন। (আরও পড়ুন: 'বিশ্বনেতা হওয়ায় আপনাকে ধন্যবাদ', মোদী বন্দনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা)

সভায় আগত ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে মোদী বলেন, 'এই হলে আপনারা ভারতের মানচিত্র এঁকেছেন। আমি দেখতে পাচ্ছি, ভারতের প্রতিটি কোণা থেকেই এখানে মানুষজন আছেন। মনে হচ্ছে এটা যেন মিনি ইন্ডিয়া। আমেরিকা সফরকালে আমি অভূতপূর্ব ভালবাসা এবং স্নেহ পেয়েছি। আমেরিকার মাটিতে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর এত সুন্দর ছবি তুলে ধরার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।' প্রায় ৪০ মিনিট ধরে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির নেপথ্যে রয়েছে ১৪০ কোটি জনগণের অটল বিশ্বাস।' তিনি নিজের সরকারের বিষয়ে বলেন, 'আমরা শুধু নীতি নির্ধারণ বা চুক্তি করছি না। আমরা জীবন, স্বপ্ন এবং ভাগ্য গঠন করছি।'

আরও পড়ুন: 'সিঙ্গারা খেতে খেতে ঝুম্পা লাহিড়ীর উপন্যাস উপভোগ করি', মোদীকে বললেন ব্লিনকেন

এদিকে ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির জন্য জো বাইডেনের প্রশংসা করেন তিনি। মোদী বলেন, 'তিনি সবসময় ভারত-মার্কিন অংশীদারিত্বকে অন্য স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।' বাইডেনকে 'অভিজ্ঞ' রাজনীতিবিদ বলেও আখ্যা দেন মোদী। এরপর এই সফরকালে আমেরিকার সঙ্গে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তির উল্লেখ করেন মোদী। তিনি বলেন, 'আকাশ কোনও সীমা নয় আমাদের জন্য।' আর্টেমিস চুক্তি, জেনারেল ইলেক্ট্রিকের সঙ্গে হ্যালের চুক্তির বিষয়টি তুলে ধরেন তিনি। মোদী বলেন, ‘আপনারা সবাই এই অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন... আপনাদের সবার সাথে দেখা করে মনে হচ্ছে শেষপাতে মিষ্টি খলাম।’ এদিকে তিনি জানান, আহমেদাবাদ এবং বেঙ্গালুরুতে আমেরিকা নয়া কনসুলেট খুববে। এইচ১-বি ভিসা নীতির বদল নিয়েও তিনি বলেন সভায়।

প্রসঙ্গত, মার্কিন ভিসা নীতি বদলের ফলে আমেরিকায় দক্ষ ভারতীয়দের বসবাস আরও সহজ হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী, কর্মদক্ষ ভিনদেশি নাগরিকরা যাতে নির্ঝঞ্ঝাটে আমেরিকায় থাকতে পারেন, তার জন্য এইচ-১বি ভিসার নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। নয়া নীতি অনুযায়ী, আমেরিকায় থাকা অবস্থাতেই এইচ১-বি ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন কর্মদক্ষ ভিনদেশি নাগরিকরা। উল্লেখ্য, গত ২০২২ সালে মোট ৪ লাখ ৪২ হাজার এই১-বি ভিসা ইস্যু করেছিল আমেরিকা। তার মধ্যে ৭৩ শতাংশ দেওয়া হয়েছিল ভারতীয়দের। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে এই নীতি পরীক্ষামূলক ভাবে চালু করা হবে। অল্প সংখ্যক ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকদের এই নীতির অধীনে ভিসার মেয়াদ বৃদ্ধির সুযোগ দেওয়া হবে। যদি এতে সাড়া মেলে এবং এটি সফল হয়, তবে দীর্ঘমেয়াদে এই নীতি কার্যকর করা হবে।

পরবর্তী খবর

Latest News

এভাবে পালন করলে গীতা জয়ন্তী, বদলাবে জীবনের মোড়, ভাগ্য হবে সুপ্রসন্ন শেষ পর্যন্ত পদত্যাগ করলেন জেসন গিলেসপি! দলের কোচিং দায়িত্বে প্রাক্তন পাক তারকা খরমাসের পর ২০২৫ সালে ১৬ জানুয়ারি থেকে শুরু বিয়ের শুভ তারিখ, রইল তালিকা যার হাত ধরে বিশ্বকাপ জিতেছেন ভারত, তাঁকে পাশে নিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ থানায় নেই মহিলা পুলিশ, পুরুষ অফিসার কি যৌন নির্যাতনের অভিযোগ লিখতে পারবেন? 'ইস্টবেঙ্গলের সঙ্গে ছোট দলের মতো আচরণ করছে', লাল কার্ড নিয়ে বিস্ফোরক কোচ ব্রুজো থাই-স্লিট প্যান্টে আগুন ঝরালেন শামির প্রাক্তন স্ত্রীর!শীতেও উষ্ণতা ছড়ালেন হাসিন উপাসনাস্থল আইন নিয়ে সুপ্রিম নির্দেশ, স্বাগত জানালেন মুসলিম নেতৃত্ব, এসপি-কংগ্রেস Amla Benefits: শীতে চুল পড়বে না, এভাবে ব্যবহার করুন আমলকি সুন্দরবন এলাকায় পুনরায় সক্রিয় হচ্ছে ডাকাত দল, টহলদারি বাড়াল বাংলাদেশ প্রশাসন

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.