‘মাসিহ তো মোহরা হ্যায়, ‘পিছে মোদী কা চেহরা হ্যায়’, চণ্ডীগড়ে মেয়র পদের ভোট নিয়ে সদ্য মন্তব্য করতে গিয়ে এই ভাষাতেই বিজেপিকে কটাক্ষ করেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। উল্লেখ্য, গত মাসের শেষে চণ্ডীগড়ে সম্পন্ন হয় মেয়দ পদের ভোট। সেখানে বিরোধীদের ৮ ভোটকে 'বাতিল' বলে ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার অনিল মাসিহ। এরপর সুপ্রিমকোর্ট মঙ্গলবার সেই ভোটের ফলাফলকে বাতিল করে। পাশাপাশি প্রিসাইডিং অফিসারের বাতিল করা ৮ ভোটকেও 'বৈধ' বলে তকমা দেয় শীর্ষ আদালত। ফলে চণ্ডীগড়ে মেয়র পদের ভোটে জয়ী হয় বিরোধী পক্ষের প্রার্থী আপের সদস্য কুলদীপ সিং। সেই ঘটনায় বিজেপিকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী সদ্য এক টুইট পোস্টে একহাত নেন গেরুয়া পার্টিকে।
শিয়রে লোকসভা ভোট। তার আগে, চণ্ডীগড় মেয়র পদের ভোটে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। সেখানে ৩৬ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১৬ টি ভোট। আর কংগ্রেস ও আম আদমি পার্টির জোট পেয়েছিল ২০ ভোট। পরে ওই ২০ টি ভোট থেকে ৮ টি ভোটকে বাতিল বলে ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার অনিল মাসিহ। এরপর ক্ষোভে ফুঁসে ওঠেন বিরোধীরা। তাঁরা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট মঙ্গলবারের রায়ে সাফ জানিয়েছে, চণ্ডীগড়ে মেয়র পদের ওই ভোটের ফলাফল বাতিল। এমনকি, বিরোধীদের যে ৮ ভোটকে বাতিল করেছিলেন প্রিসাইডিং অফিসার অনিল মাসিহ, সেই ৮ ভোটকেও বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এরফলে বড় ধাক্কা খায় বিজেপি। তাদের ওই পদ থেকে সরে যেতে হয়। ঘটনায় বিজেপিকৃর দিকে কটাক্ষ বাণ তাক করেন রাহুল। ফের মোদীকে নিশানা করে তিনি এক্স হ্যান্ডেলে দেন বার্তা।
রাহুল তাঁর টুইটে লেখেন, ‘…..মাসিহ সির্ফ মোহরা হ্যায়, পিছে মোদীকা চেহরা হ্যায়।’ রাহুলের লেখা টুইটের অর্থ করলে বলা যায়, ‘গণতন্ত্রের হত্যায় বিজেপিচিত ষড়যন্ত্রে মাসিহ তো কেবল ঘুঁটি, নেপথ্যে মোদীর মুখ রয়েছে।’ উল্লেখ্য, চণ্ডীগড়ে মেয়র পদের ভোটে যে প্রিসাইডিং অফিসার ছিলেন, সেই অনিল মাসিহ বিজেপির সংখ্যালঘু সেলের সদস্যও। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে দেখেছে, ভোটে ৮ ভোটকে বাতিল বলে প্রিসাইডিং অফিসার যে ঘোষণা করেছে তা কার্যত কারচুপি। ফলে ভোটের ফলাফল বাতিল করে সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দেয়।