কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' এই মুহূর্তে দিল্লিতে এসে পৌঁছেছে। আর তা দিল্লিতে পৌঁছতেই লাল কেল্লায় নিজের কর্মসূচি মতো এগিয়েছেন রাহুল গান্ধী। লালকেল্লা পৌঁছে রাহুল বলেছেন, ‘আমি ২,৮০০ কিলোমিয়ার হেঁটেছি কোনও হিংসা দেখিনি। বিজেপি ২৪*৭ হিন্দু-মুসলিম প্রচার নিয়ে ব্যস্ত।’
উল্লেখ্য, সদ্য দিল্লির রাজপথে পা রেখেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সেখানে কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতারা অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন সনিয়া গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধীও। উল্লেখ্য, দিল্লির লাল কেল্লা থেকে কার্যত মোদী সরকারকে একহাত নিয়ে ক্ষোভ উগরে দেন রাহুল। তিনি বলেন, ‘এটা নরেন্দ্র মোদী সরকার নয়, এটা আদানি আম্বানি সরকার। হিন্দু মুসলিম (ভেদ) করা হচ্ছে শুধু নজর সরাতে আসল ঘটনা থেকে। আজ ডিগ্রি সম্পন্ন যুবকরা পকোড়া বিক্রি করছেন।’ একইসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘আমি ২৮০০ কিলোমিটার হেঁটেছি আর এই পুরো সফরটায় আমি কোনও হিংসা দেখিনি। তবে বিজেপি ব্যস্ত রয়েছে হিন্দু মুসলিম হিংসা নিয়ে ২৪*৭।’ এরপর দেশের মিডিয়াকেও তোপ দেগে রাহুল গান্ধী বলেন, ‘আমি শত শত কিলোমিটার হেঁটেছি কোথাও হিংসা দেখিনি, তবে দেখেছি শুধু টিভি চ্যানেলে। ’
প্রসঙ্গত, দিল্লিতে সন্ধ্যে নামতেই লালকেল্লা থেকে পূর্ব নির্ধারিত কর্মসবচি মতো রাহুল গান্ধী বক্তব্য রাখতে ওঠেন। কংগ্রেসের এই কর্মসূচিকে রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও দিল্লিতে এই পদযাত্রার আয়োজনে কামাল হাসান এদিন যোগ দেন। এর আগে, ‘ভারত জোড়ো যাত্রা’র একাধিক পদযাত্রায় যোগ দেন বিভিন্ন সেলেব। পূজা ভাট থেকে রিয়া সেন সমেত বহু সেলবকেই রাহুল গান্ধীর সঙ্গে পা মেলাতে দেখা যায়।