রবিবার দিল্লিতে কংগ্রেসর ‘সংকল্প সত্যাগ্রহে’ এক ঝোড়ো ব্কতৃতায় কার্যত বিজেপিকে একহাত নেন প্রিয়য়াঙ্কা গান্ধী। সেখানে পরিবারবাদ থেকে শুরু করে তাঁর দাদা রাহুলকে ‘পাপ্পু’ সম্বোধন করা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। প্রসঙ্গ তোলেন রাজীব গান্ধীর। তুলে ধরেছিলেন রাজীব গান্ধীর শেষ কৃত্যের সময় প্রিয়াঙ্কা ও রাহুলের মনের অবস্থার কথা। প্রিয়াঙ্কার সেই ভাষণের ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে এবার নয়া পোস্ট করলেন রাহুল গান্ধী।
‘শহিদের সন্তানকে মীরজাফর বলা হচ্ছে’, ‘কাশ্মীরি পণ্ডিতদের রীতিনীতিকে অপমান করা হচ্ছে’, এই বক্তব্যে একের পর এক শক্তিশেল দাগেন প্রিয়াঙ্কা। তিনি তুলে ধরেন, রাহুলের কথা। বলেন, কেমব্রিজ, হার্ভার্ড থেকে পাশ করে আসা রাহুলকে কটাক্ষ করা হচ্ছে ‘পাপ্পু’ বলে, আর যখন দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে পদযাত্রায় শতশত মানুষ পা মেলাচ্ছেন, তখন বোঝা গিয়েছে রাহুল আসলে কে! এছাড়াও প্রিয়াঙ্কা তুলে ধরেন রাহুলের মানহানি প্রসঙ্গে আবেদনকারীর অবস্থান। রাজীবকন্যা বলেন, ২০১৯ সালে মোদী পদবী নিয়ে রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে মানহানি মামলায় আবেদনকারী নিজে মামলায় স্থগিতাদেশের আর্জি জানান, আর মামলা তখন ফের একবার খোলা হয় , যখন আদানি সম্পর্কে রাহুল গান্ধী মুখ খোলেন। প্রিয়াঙ্কা গান্ধী তাঁর অগ্নিগর্ভ ভাষণে প্রসঙ্গ তোলেন রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনার। বলেন,'৩২ বছর আগে যখন আমার বাবার অন্ত্যেষ্টির মিছিল এগোচ্ছিল, তখন গাড়ি থেকে নেমে রাহুল সেই (দেহ নিয়ে চলা) ট্রাকের পিছনে পিছনে হাঁটেন।' প্রিয়ঙ্কা সোচ্চার কণ্ঠে বলন ‘এই তিরঙ্গার নিচে আমার বাবাকে শায়িত করা হয়েছিল। আমার শহিদ বাবাকে ভরা সংসদে অপমান করা হয়।’ ('হয় ইমরান খুন হবেন, নয় আমরা', পাকিস্তানের রাজনীতির পারদ চড়িয়ে কে বললেন একথা? )
প্রিয়াঙ্কা তাঁর ভাষণে সাফ জানিয়ে দেন যে, তাঁরা এই লড়াইয়ের ময়দান ছেড়ে নড়বেন না। প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি আমার গোটা পরিবারকে অপমান করেছেন। কাশ্মীরি পণ্ডিতদের পরম্পরাকে অপমান করেছেন।’ উল্লেখ্য, তাঁর ভাষণের নিশানা যে নরেন্দ্র মোদীই ছিলেন, তা বলাই বাহুল্য। প্রিয়াঙ্কার সেই বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে রাহুল লেখেন,'সত্য, সাহস আর পরম্পরা এটাই আমাদের ঐতিহ্য, আর এটাই আমাদের শক্তিও।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup